লাল পরীর প্রেমে
নতুন করে প্রেমের আগুন লাগলো আমার প্রাণে,
ফুটলো গাছে প্রেমের কলি ভৈরবীদের গানে।
লাল চুড়িদার ওড়না পরি স্বপ্ন দেখা পরী
গোলাপ ঠোঁটে মিষ্টি হাসি দেখে গেলাম মরি।
টানা টানা চোখ তাহার কাজল কলো চুল
সব মিলিয়ে লাল গোলাপি লাজুক গাছের ফুল।
আমার প্রিয়া বড্ড ভালো আলতা মাখা পায়
লক্ষ পরীর দেশে প্রিয়া প্রেমের গজল গায়।
স্বর্গ প্রাণে রাজলক্ষী পরী খোদার প্রিয় হুর
রূপের ঝলক জগৎ মঝে খোদার দেয়া নূর।
রাজ পরীদের রানী সেযে আমার স্বপ্ন আশা
স্বর্গ মাঝে সৃষ্টি প্রিয় আমার ভালোবাসা ।
গেলাম থেমে প্রিয়ার প্রেমে হৃদয় ভরা আশা
কেমন করে প্রোপোজ করি পাইনা প্রেমের ভাষা।
লক্ষ তারা ঝিনুক মাঝে সেযে একটি জ্বলা মতি
প্রিয়া আমার জীবন মরন আমার চখের জ্যোতি।
দাওনা প্রিয়া হাত বাড়িয়ে আংটি পরায় হাতে
শপত করি সারা জীবন থেকবো মোরা সাথে।
সুখে দুঃখে চির সঙ্গী হবো বাঁধবো সুখের ঘর
হাজার ফুলে সাজাবো বাসর রবো তোমার বর।
দাওনা প্রিয় একটু ছোয়া তোমার প্রেমের ঘ্রাণ
তোমার নিয়ে জগৎ মাঝে জুড়ায় আমার প্রাণ।
সত্যি প্রিয়া দাওনা ধরা তুমি বাঁচার আশা
তুমি আমার জীবন মরন আমার ভালোবাসা।
ফুটলো গাছে প্রেমের কলি ভৈরবীদের গানে।
লাল চুড়িদার ওড়না পরি স্বপ্ন দেখা পরী
গোলাপ ঠোঁটে মিষ্টি হাসি দেখে গেলাম মরি।
টানা টানা চোখ তাহার কাজল কলো চুল
সব মিলিয়ে লাল গোলাপি লাজুক গাছের ফুল।
আমার প্রিয়া বড্ড ভালো আলতা মাখা পায়
লক্ষ পরীর দেশে প্রিয়া প্রেমের গজল গায়।
স্বর্গ প্রাণে রাজলক্ষী পরী খোদার প্রিয় হুর
রূপের ঝলক জগৎ মঝে খোদার দেয়া নূর।
রাজ পরীদের রানী সেযে আমার স্বপ্ন আশা
স্বর্গ মাঝে সৃষ্টি প্রিয় আমার ভালোবাসা ।
গেলাম থেমে প্রিয়ার প্রেমে হৃদয় ভরা আশা
কেমন করে প্রোপোজ করি পাইনা প্রেমের ভাষা।
লক্ষ তারা ঝিনুক মাঝে সেযে একটি জ্বলা মতি
প্রিয়া আমার জীবন মরন আমার চখের জ্যোতি।
দাওনা প্রিয়া হাত বাড়িয়ে আংটি পরায় হাতে
শপত করি সারা জীবন থেকবো মোরা সাথে।
সুখে দুঃখে চির সঙ্গী হবো বাঁধবো সুখের ঘর
হাজার ফুলে সাজাবো বাসর রবো তোমার বর।
দাওনা প্রিয় একটু ছোয়া তোমার প্রেমের ঘ্রাণ
তোমার নিয়ে জগৎ মাঝে জুড়ায় আমার প্রাণ।
সত্যি প্রিয়া দাওনা ধরা তুমি বাঁচার আশা
তুমি আমার জীবন মরন আমার ভালোবাসা।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মশিউর ইসলাম (বিব্রত কবি) ০৮/০৫/২০২০অসাধারণ লেগেছে
-
ফয়জুল মহী ০৮/০৫/২০২০পরিপাটি লেখা
-
স্বপন রোজারিও (মাইকেল) ০৮/০৫/২০২০অনেক অনেক সুন্দর হয়েছে।