আর্তনাদ
চারিদিকে আর্তনাদ, বিশ্বব্যাপী ভয়ঙ্কর কান্না, ছোট্ট শিশুর বুক চেরা নির্বিত্তের চিৎকার।
করোনা ত্রাসে বিশ্বব্যাপী আত্ম হননের হুঙ্কার,
রাস্তা ঘাট সব ইস্তবদ্ব, জন শূন্য মুন্দির, মসজিদ, গির্জা,
স্কুল কলেজ, অফিস আদালত, কলকারখানা সবই বন্ধ,
সাধারণ মানব প্রাণ আজ রুদ্ধ ও আতঙ্কিত।
মানুষ অন্নহীন,বস্ত্রহীন, অর্থহীন, দুস্ততার মাঝে বুক ফাটা কান্নার আর্তনাদ।
সারি সারি মানবের লাশ, এই পৃথিবী যেন মৃত্যুর আতুর ঘর,
লক্ষ লক্ষ মানবের সোনালী বদনখানা আজ সাদা কাফনে মোড়া,
এযেন সপ্তম আসমান হতে নেমে আসা নিষ্ঠুর করোনা অভিশাপ,
নিষ্পাপ মাসুমের রক্তে জ্বলে উঠেছে প্রতিশোধের নেবার অকৃত্তিম লিপস্যা।
নিরুপায় বিষণ্ন ক্ষুদাতুর মায়ের প্রাণ ফাঁটা কান্নায় চোখের জল শুকিয়ে তৈরি হয়েছে শুষ্ক মুরুস্থলি,
আপনজন হারানোর জন্ত্বনা কতযে কঠিন,
কেউ হারিয়ে চলেছে তার কোলের সন্তান, কেউ বা আদরের মা বাবা ভাই বোন, কেউ বা প্রিয় বন্ধু ও বান্ধবী।
বিশ্ব আজ জমদূতের কবলে, মাতাল হয়ে খেলে চলেছে প্রাণ হননের খেলা।
এই পৃথিবী খুবই নিষ্ঠুর হয়ে উঠেছে, অসহায় মানুষের আর্তনাদ বুক ফেটে চিৎকার শুনতে পাইনা।
মহান সৃষ্টি কর্তা আজ খুবি নিষ্ঠুর, দয়া মায়াহীন, পিশাচ
প্রতিশোধের আগুনে জ্বলছে।
পূর্ণের প্রার্থনা আর নেই, নেই সেই দল বদ্ধ খেলা,
সবাই আজ খাঁচা বন্ধ পাখি, নিথর নয়ন শুধু মৃত্যুর প্রহর গুনছে,
কখনো বা বাঁচার ক্ষীণ আশায় ও ক্ষুদার জ্বালায় হন্য হয়ে ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়েছে।
উন্নত প্রযুক্তির উচ্চ শিখরের দোর গোড়ায় দাঁড়িয়ে আমার নাপারক জীব,
মানুষ হয়ে মানুষের শেষ সৎকার টুকুও করতে পারছিনা, আমরা সম্পূর্ণ নিরুপায়, বিজ্ঞান আজ ব্যার্থ, সম্পূর্ণ রূপে মুখ থুবড়ে পড়েছে।
রাজনৈতিক তর্জন আর ধর্ম গুরুদের আহেতুক গর্জন আর শোনা যায় না।
বিশ্বের তাবড় তাবড় শক্তিশালী দেশ আজ নিজ অস্তিত্ব রক্ষার সংগ্রামে লিপ্ত।
পৃথিবী আজ ক্লান্ত, শান্তির প্রাচীর ভেঙ্গে মানবের মৃত্যুর আর্তনাদে আসমান জমীন ও পাতালপরি কম্পিত, সংক্ষিত।
যার অশুভ বার্তা মানববিশ্ব থেকে বুকে চিড়ে পৌঁছে গেছে পৃথিবী কেন্দ্রে।
যদিও আমাদের এই মানববিশ্বে অনেক টাই কম হয়েছ পাপের বোঝা,
কমেছে যোৎচুরি, বন্ধ হয়েছে বেশ্যাবৃত্তি, নারীদের শরীল গ্রাস, পাপীদের সব রাস্তা আজ বন্ধ ও অস্তমিত।
কিন্তু আজও মানবের আর্তনাদ থামছে না, করোনার যেন আরো কঠিন থেকে কঠিনতর রূপ ধারণ করছে।
প্রাণ চিড়া কান্নায় চোখের সব জল শুকিয়ে গেছে,
ক্ষীণ দৃষ্টি আজ নিঃশ্বাস ত্যাগের অপেক্ষায় রত,
সব সময় মনে হচ্ছে যেন যমদূত (আজরাইল) তরোয়াল
নিয়ে দাঁড়িয়ে আছেন।
ভয়ে রক্ত শুকিয়ে যাচ্ছে কখন যেন আমার নাম ধরে ডাকবে, আমাকে নিয়ে যাবে।
কিন্তু আমরা আজ সর্ব সম্মত ভাবে নিরুপায়, এক মাত্র মহান শক্তিধর, দয়াময় সৃষ্টি করতে আমাদের কে এই ভয়ঙ্কর অভিশাপ থেকে বাঁচতে পারেন,
খোদার কাছে দোয়া করা ছাড়া আমাদের আর কোনো উপায় নেই।
খোদা আমরা নিরুপায়, অসহায়, নির্বোধ, পাপী তাপী, তোমার প্রিয় বান্দা, তোমার কাছে দুহাত তুলে দোয়া চাইছি, দুনিয়ার যে বিষাক্ত আজাব, করোনা মহামারী ও রোগ বলা মসিবত থেকে আমাদের কে রক্ষা করুন।
আমরা নিরুপায় তোমার কাছে আশ্রয় প্রার্থনা করছি।
ইতি তোমার প্রিয় সর্ব শ্রেষ্ঠ মাখলুকাত, আমিন।
করোনা ত্রাসে বিশ্বব্যাপী আত্ম হননের হুঙ্কার,
রাস্তা ঘাট সব ইস্তবদ্ব, জন শূন্য মুন্দির, মসজিদ, গির্জা,
স্কুল কলেজ, অফিস আদালত, কলকারখানা সবই বন্ধ,
সাধারণ মানব প্রাণ আজ রুদ্ধ ও আতঙ্কিত।
মানুষ অন্নহীন,বস্ত্রহীন, অর্থহীন, দুস্ততার মাঝে বুক ফাটা কান্নার আর্তনাদ।
সারি সারি মানবের লাশ, এই পৃথিবী যেন মৃত্যুর আতুর ঘর,
লক্ষ লক্ষ মানবের সোনালী বদনখানা আজ সাদা কাফনে মোড়া,
এযেন সপ্তম আসমান হতে নেমে আসা নিষ্ঠুর করোনা অভিশাপ,
নিষ্পাপ মাসুমের রক্তে জ্বলে উঠেছে প্রতিশোধের নেবার অকৃত্তিম লিপস্যা।
নিরুপায় বিষণ্ন ক্ষুদাতুর মায়ের প্রাণ ফাঁটা কান্নায় চোখের জল শুকিয়ে তৈরি হয়েছে শুষ্ক মুরুস্থলি,
আপনজন হারানোর জন্ত্বনা কতযে কঠিন,
কেউ হারিয়ে চলেছে তার কোলের সন্তান, কেউ বা আদরের মা বাবা ভাই বোন, কেউ বা প্রিয় বন্ধু ও বান্ধবী।
বিশ্ব আজ জমদূতের কবলে, মাতাল হয়ে খেলে চলেছে প্রাণ হননের খেলা।
এই পৃথিবী খুবই নিষ্ঠুর হয়ে উঠেছে, অসহায় মানুষের আর্তনাদ বুক ফেটে চিৎকার শুনতে পাইনা।
মহান সৃষ্টি কর্তা আজ খুবি নিষ্ঠুর, দয়া মায়াহীন, পিশাচ
প্রতিশোধের আগুনে জ্বলছে।
পূর্ণের প্রার্থনা আর নেই, নেই সেই দল বদ্ধ খেলা,
সবাই আজ খাঁচা বন্ধ পাখি, নিথর নয়ন শুধু মৃত্যুর প্রহর গুনছে,
কখনো বা বাঁচার ক্ষীণ আশায় ও ক্ষুদার জ্বালায় হন্য হয়ে ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়েছে।
উন্নত প্রযুক্তির উচ্চ শিখরের দোর গোড়ায় দাঁড়িয়ে আমার নাপারক জীব,
মানুষ হয়ে মানুষের শেষ সৎকার টুকুও করতে পারছিনা, আমরা সম্পূর্ণ নিরুপায়, বিজ্ঞান আজ ব্যার্থ, সম্পূর্ণ রূপে মুখ থুবড়ে পড়েছে।
রাজনৈতিক তর্জন আর ধর্ম গুরুদের আহেতুক গর্জন আর শোনা যায় না।
বিশ্বের তাবড় তাবড় শক্তিশালী দেশ আজ নিজ অস্তিত্ব রক্ষার সংগ্রামে লিপ্ত।
পৃথিবী আজ ক্লান্ত, শান্তির প্রাচীর ভেঙ্গে মানবের মৃত্যুর আর্তনাদে আসমান জমীন ও পাতালপরি কম্পিত, সংক্ষিত।
যার অশুভ বার্তা মানববিশ্ব থেকে বুকে চিড়ে পৌঁছে গেছে পৃথিবী কেন্দ্রে।
যদিও আমাদের এই মানববিশ্বে অনেক টাই কম হয়েছ পাপের বোঝা,
কমেছে যোৎচুরি, বন্ধ হয়েছে বেশ্যাবৃত্তি, নারীদের শরীল গ্রাস, পাপীদের সব রাস্তা আজ বন্ধ ও অস্তমিত।
কিন্তু আজও মানবের আর্তনাদ থামছে না, করোনার যেন আরো কঠিন থেকে কঠিনতর রূপ ধারণ করছে।
প্রাণ চিড়া কান্নায় চোখের সব জল শুকিয়ে গেছে,
ক্ষীণ দৃষ্টি আজ নিঃশ্বাস ত্যাগের অপেক্ষায় রত,
সব সময় মনে হচ্ছে যেন যমদূত (আজরাইল) তরোয়াল
নিয়ে দাঁড়িয়ে আছেন।
ভয়ে রক্ত শুকিয়ে যাচ্ছে কখন যেন আমার নাম ধরে ডাকবে, আমাকে নিয়ে যাবে।
কিন্তু আমরা আজ সর্ব সম্মত ভাবে নিরুপায়, এক মাত্র মহান শক্তিধর, দয়াময় সৃষ্টি করতে আমাদের কে এই ভয়ঙ্কর অভিশাপ থেকে বাঁচতে পারেন,
খোদার কাছে দোয়া করা ছাড়া আমাদের আর কোনো উপায় নেই।
খোদা আমরা নিরুপায়, অসহায়, নির্বোধ, পাপী তাপী, তোমার প্রিয় বান্দা, তোমার কাছে দুহাত তুলে দোয়া চাইছি, দুনিয়ার যে বিষাক্ত আজাব, করোনা মহামারী ও রোগ বলা মসিবত থেকে আমাদের কে রক্ষা করুন।
আমরা নিরুপায় তোমার কাছে আশ্রয় প্রার্থনা করছি।
ইতি তোমার প্রিয় সর্ব শ্রেষ্ঠ মাখলুকাত, আমিন।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মশিউর ইসলাম (বিব্রত কবি) ০৭/০৫/২০২০
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ০৬/০৫/২০২০মনে প্রাণে নাড়া দেয়
-
ফয়জুল মহী ০৬/০৫/২০২০অত্যন্ত মনোমুগ্ধকর
-
কাজী জুবেরী মোস্তাক ০৬/০৫/২০২০চলমান বাস্তবতা নির্ভর লেখা
-
সাইয়িদ রফিকুল হক ০৬/০৫/২০২০তারপরও পাপ থেমে নাই!
তৃপ্ত হলাম