আসবে আবার সেদিন ফিরে
আসবে আবার সেদিন ফিরে,
বিশ্বলয়ে মানব নীড়ে।
নতুন করে ফুঁটবে হাসি,
মানবতার সাফল্যের স্মৃতি ঘিরে।।
আমরা সবাই এক হবো,
ভিন্ন জাতির ধর্ম ভুলে।
সাজবে আবার প্রজাপতি,
ভ্রমর উড়বে ফুলে ফুলে।।
খুলবে দোকান অফিস গাড়ি,
যাবে সবাই নিজের বাড়ি।
কৃষক শ্রমিক কাজে যাবে,
চড়বে হাড়ি সবার বাড়ি।।
আবার শিশু মায়ের কোলে
ঘুরবে তারা দুলে দুলে।
খুলবে স্কুল শিক্ষা বাগি,
হাসবে সবাই হৃদয় খুলে।।
খুলবে অফিস আদালত,
চলবে ফ্যাক্টরি বসবে হাট।
জীবন হবে সহজ সরল,
কৃষক যাবে আবার মাঠ।।
ঘুরবে প্রেমিক হাতটি ধরে,
বিরহ ছোয়ায় নতুন করে।
আসবে ফিরে নদীর তীরে,
প্রেমের স্মৃতি আবীর ঘিরে।।
চলবে ট্রেন, চলবে বাস,
চায়ের চুমুকে খেলবে তাস।
খুবলে মন্দির, মসজিদ, গির্জা,
দুর হবে কালো মেঘের বাস।।
লক্ষ ভক্ত আসবে যাবে,
তাদের প্রার্থনা জীবন পাবে।
নামাজ রোজা সবি হবে,
পূজার থালি অমর রবে।।
খুলবে কাবা চলবে বিমান,
চালু হবে ফরজ হজ।
হীনজাতি কুল দ্বন্দ ভুলে
টানবে সবাই খুশির রথ।।
গরিব চাষী মাঠে যাবে ,
ফলবে আঙ্গুর, ডালিম ফল।
ঘুচবে অন্ধকার চির বিরোধ,
চলবে আবার সুতোর কল।।
বসবে আড্ডা ছেলে বুড়োর,
রাসিক গল্পে আকুল প্রাণ।
করবে গল্প, খেলবে খেলা
রূপক ধাধায় সবার মান।।
সিনেমা আর্টিস্ট, কবি সাহিত্যিক,
মৃৎ শিল্পী গরীব দুঃখী।
কলা আর্টে গল্প গেড়ে,
কর্ম মাঝে হবে সুখী।।
ফুঁটবে মায়ের মুখে হাসি,
শিশু পাবে মায়ের কোল।
তেরো পাবন ঈদ পুজোর মাঝে
বাজবে আবার খুশির ঢোল।।
পৃথিবী মুক্ত করোনা হবে,
সব অধিশাপ বিদায় লবে।
শূন্য পৃথিবী পূর্ণ হবে,
মানব সভ্যতা অমর রবে।।
সবাই পাবে বাঁচার আলো,
ফুঁটবে সবার মুখে হাসি।
ভিন্ন জাতি ধর্ম ভুলে,
বলবে সবাই ভালোবাসি।।
সাজবে ফুলে এই পৃথিবী,
মান অভিমান দ্বন্দ ভুলে।
গড়বো স্বদেশ সোনার জগৎ,
বিশ্ব পিতার পরশ তুলে।।
বিশ্বলয়ে মানব নীড়ে।
নতুন করে ফুঁটবে হাসি,
মানবতার সাফল্যের স্মৃতি ঘিরে।।
আমরা সবাই এক হবো,
ভিন্ন জাতির ধর্ম ভুলে।
সাজবে আবার প্রজাপতি,
ভ্রমর উড়বে ফুলে ফুলে।।
খুলবে দোকান অফিস গাড়ি,
যাবে সবাই নিজের বাড়ি।
কৃষক শ্রমিক কাজে যাবে,
চড়বে হাড়ি সবার বাড়ি।।
আবার শিশু মায়ের কোলে
ঘুরবে তারা দুলে দুলে।
খুলবে স্কুল শিক্ষা বাগি,
হাসবে সবাই হৃদয় খুলে।।
খুলবে অফিস আদালত,
চলবে ফ্যাক্টরি বসবে হাট।
জীবন হবে সহজ সরল,
কৃষক যাবে আবার মাঠ।।
ঘুরবে প্রেমিক হাতটি ধরে,
বিরহ ছোয়ায় নতুন করে।
আসবে ফিরে নদীর তীরে,
প্রেমের স্মৃতি আবীর ঘিরে।।
চলবে ট্রেন, চলবে বাস,
চায়ের চুমুকে খেলবে তাস।
খুবলে মন্দির, মসজিদ, গির্জা,
দুর হবে কালো মেঘের বাস।।
লক্ষ ভক্ত আসবে যাবে,
তাদের প্রার্থনা জীবন পাবে।
নামাজ রোজা সবি হবে,
পূজার থালি অমর রবে।।
খুলবে কাবা চলবে বিমান,
চালু হবে ফরজ হজ।
হীনজাতি কুল দ্বন্দ ভুলে
টানবে সবাই খুশির রথ।।
গরিব চাষী মাঠে যাবে ,
ফলবে আঙ্গুর, ডালিম ফল।
ঘুচবে অন্ধকার চির বিরোধ,
চলবে আবার সুতোর কল।।
বসবে আড্ডা ছেলে বুড়োর,
রাসিক গল্পে আকুল প্রাণ।
করবে গল্প, খেলবে খেলা
রূপক ধাধায় সবার মান।।
সিনেমা আর্টিস্ট, কবি সাহিত্যিক,
মৃৎ শিল্পী গরীব দুঃখী।
কলা আর্টে গল্প গেড়ে,
কর্ম মাঝে হবে সুখী।।
ফুঁটবে মায়ের মুখে হাসি,
শিশু পাবে মায়ের কোল।
তেরো পাবন ঈদ পুজোর মাঝে
বাজবে আবার খুশির ঢোল।।
পৃথিবী মুক্ত করোনা হবে,
সব অধিশাপ বিদায় লবে।
শূন্য পৃথিবী পূর্ণ হবে,
মানব সভ্যতা অমর রবে।।
সবাই পাবে বাঁচার আলো,
ফুঁটবে সবার মুখে হাসি।
ভিন্ন জাতি ধর্ম ভুলে,
বলবে সবাই ভালোবাসি।।
সাজবে ফুলে এই পৃথিবী,
মান অভিমান দ্বন্দ ভুলে।
গড়বো স্বদেশ সোনার জগৎ,
বিশ্ব পিতার পরশ তুলে।।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ডঃ নাসিদুল ইসলাম ০৬/০৫/২০২০ধন্যবাদ
-
সাইয়িদ রফিকুল হক ০৬/০৫/২০২০ভালো।
-
স্বপন রোজারিও (মাইকেল) ০৫/০৫/২০২০চমৎকার হয়েছে, কবি বন্ধু।
-
ফয়জুল মহী ০৫/০৫/২০২০লেখা পড়ে ভালো লেগেছে।।
-
মশিউর ইসলাম (বিব্রত কবি) ০৫/০৫/২০২০তৃপ্ত হলাম আপনার লেখা পড়ে।