স্বপ্ন ভেজা ইচ্ছা
হচ্ছে কি আজ বিশ্ব জুড়ে, চলনা দেখি উড়ে উড়ে,
পাখি হয়ে ডানা মেলে, জগৎ দেখি ঘুরে ঘুরে।
যেথা খুশি সেথা যাবো, আপন মায়ের আদর নিয়ে,
দেখবো পাহাড় সাগর নদী, সাত সমুদ্রের ওপার গিয়ে।
ফিরবো নাকো ঘুরবো শুধুই, নীল আকাশের শূন্য বুকে,
দেখবো তারা চাঁদের হাসি, সূর্য মামার অগ্নি মুখে।
তুলবো ফুল গাঁথবো মালা, দিবো মহি প্রিয়ার তরে,
ঘুরবো মোরা এদেশ বিদেশ, দেখবো জগৎ নতুন করে।
সবার শেষে আসবো ফিরে, স্বদেশ মায়ের ছোট্ট নীড়ে
সাজাবো স্বপ্ন চোখের আলো, সুখের স্মৃতি আবীর ঘিরে।
আকাশ বাতাস গগন তরে, ছাড়াবো খুসবু সবার ঘরে,
নদী হবো পাহাড় প্রাণে, মিলবো সাগর সলল তরে।
ঢেউয়ের তালে সুরে সুরে, দেখবো সাগর ঘুরে ঘুরে,
বিশ্ব মাঝে সূর্য হয়ে, আলো দিবো সবার ঘরে।
আমি হবো প্রজাপতি, সাত রঙ্গেরি আবির মেখে,
রূপ কথারি কলম হয়ে, আঁকবো ছবি যাবো লেখে।
আমি ভ্রমর হবো জগৎ কোলে, মধু খাবো দুলে দুলে,
গাছে গাছে উড়বো আমি, ঘুরবো সকল ফুলে ফুলে।
আমি গরীব দুখীর সুখ হতে চাই, ছোট্ট শিশুর হাসি
দুনিয়া মাঝে সবার হিতে, সবার তরে বলবো ভালোবাসি।
পাখি হয়ে ডানা মেলে, জগৎ দেখি ঘুরে ঘুরে।
যেথা খুশি সেথা যাবো, আপন মায়ের আদর নিয়ে,
দেখবো পাহাড় সাগর নদী, সাত সমুদ্রের ওপার গিয়ে।
ফিরবো নাকো ঘুরবো শুধুই, নীল আকাশের শূন্য বুকে,
দেখবো তারা চাঁদের হাসি, সূর্য মামার অগ্নি মুখে।
তুলবো ফুল গাঁথবো মালা, দিবো মহি প্রিয়ার তরে,
ঘুরবো মোরা এদেশ বিদেশ, দেখবো জগৎ নতুন করে।
সবার শেষে আসবো ফিরে, স্বদেশ মায়ের ছোট্ট নীড়ে
সাজাবো স্বপ্ন চোখের আলো, সুখের স্মৃতি আবীর ঘিরে।
আকাশ বাতাস গগন তরে, ছাড়াবো খুসবু সবার ঘরে,
নদী হবো পাহাড় প্রাণে, মিলবো সাগর সলল তরে।
ঢেউয়ের তালে সুরে সুরে, দেখবো সাগর ঘুরে ঘুরে,
বিশ্ব মাঝে সূর্য হয়ে, আলো দিবো সবার ঘরে।
আমি হবো প্রজাপতি, সাত রঙ্গেরি আবির মেখে,
রূপ কথারি কলম হয়ে, আঁকবো ছবি যাবো লেখে।
আমি ভ্রমর হবো জগৎ কোলে, মধু খাবো দুলে দুলে,
গাছে গাছে উড়বো আমি, ঘুরবো সকল ফুলে ফুলে।
আমি গরীব দুখীর সুখ হতে চাই, ছোট্ট শিশুর হাসি
দুনিয়া মাঝে সবার হিতে, সবার তরে বলবো ভালোবাসি।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শরিফুল ইসলাম (1990) ২৯/০৮/২০২০
-
বেগম সেলিনা খাতুন ১১/০৫/২০২০অনেক সুন্দর ছন্দময় কবিতা। সাবলীল লেখা।
-
বেগম সেলিনা খাতুন ০৫/০৫/২০২০অসাধারণ,অনবদ্য রচনা। ভালো থাকুন সবসময়।
-
স্বপন রোজারিও (মাইকেল) ০৪/০৫/২০২০কবিতায় আমি মুগ্ধ।
-
মোঃ হাবিবুল হক চয়ন (নিরব নির্বাসন) ০৪/০৫/২০২০সুন্দর লেখ।
-
সাইয়িদ রফিকুল হক ০৪/০৫/২০২০ভালো।
ব্লগে স্বাগতম।
আর শুভেচ্ছা। -
ফয়জুল মহী ০৪/০৫/২০২০সুচিন্তিত প্রকাশ, ভালোই হয়েছে। 😥😥
মৌমাছির ন্যয় ফুলে ফুলে।
মধুর ছলে জ্ঞান তুলে,
আনবে দেখ হৃদয় ভরে।
বিলাবে সুধা উজাড় করে,
গড়তে সুন্দর ভুবনটারে।