www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

স্বপ্ন ভেজা ইচ্ছা

হচ্ছে কি আজ বিশ্ব জুড়ে, চলনা দেখি উড়ে উড়ে,
পাখি হয়ে ডানা মেলে, জগৎ দেখি ঘুরে ঘুরে।
যেথা খুশি সেথা যাবো, আপন মায়ের আদর নিয়ে,
দেখবো পাহাড় সাগর নদী, সাত সমুদ্রের ওপার গিয়ে।
ফিরবো নাকো ঘুরবো শুধুই, নীল আকাশের শূন্য বুকে,
দেখবো তারা চাঁদের হাসি, সূর্য মামার অগ্নি মুখে।
তুলবো ফুল গাঁথবো মালা, দিবো মহি প্রিয়ার তরে,
ঘুরবো মোরা এদেশ বিদেশ, দেখবো জগৎ নতুন করে।
সবার শেষে আসবো ফিরে, স্বদেশ মায়ের ছোট্ট নীড়ে
সাজাবো স্বপ্ন চোখের আলো, সুখের স্মৃতি আবীর ঘিরে।
আকাশ বাতাস গগন তরে, ছাড়াবো খুসবু সবার ঘরে,
নদী হবো পাহাড় প্রাণে, মিলবো সাগর সলল তরে।
ঢেউয়ের তালে সুরে সুরে, দেখবো সাগর ঘুরে ঘুরে,
বিশ্ব মাঝে সূর্য হয়ে, আলো দিবো সবার ঘরে।
আমি হবো প্রজাপতি, সাত রঙ্গেরি আবির মেখে,
রূপ কথারি কলম হয়ে, আঁকবো ছবি যাবো লেখে।
আমি ভ্রমর হবো জগৎ কোলে, মধু খাবো দুলে দুলে,
গাছে গাছে উড়বো আমি, ঘুরবো সকল ফুলে ফুলে।
আমি গরীব দুখীর সুখ হতে চাই, ছোট্ট শিশুর হাসি
দুনিয়া মাঝে সবার হিতে, সবার তরে বলবো ভালোবাসি।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৫০৪ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৪/০৫/২০২০

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • শরিফুল ইসলাম (1990) ২৯/০৮/২০২০
    ‌দেখ‌বেন ক‌বি জগৎ ঘু‌রে,
    ‌মৌমা‌ছির ন্যয় ফু‌লে ফু‌লে।
    মধুর ছ‌লে জ্ঞান তু‌লে,
    আন‌বে দেখ হৃদয় ভ‌রে।
    ‌বিলা‌বে সুধা উজাড় ক‌রে,
    গড়‌তে সুন্দর ভুবনটা‌রে।
  • অনেক সুন্দর ছন্দময় কবিতা। সাবলীল লেখা।
  • অসাধারণ,অনবদ্য রচনা। ভালো থাকুন সবসময়।
  • কবিতায় আমি মুগ্ধ।
  • সুন্দর লেখ।
  • ভালো।
    ব্লগে স্বাগতম।
    আর শুভেচ্ছা।
  • ফয়জুল মহী ০৪/০৫/২০২০
    সুচিন্তিত  প্রকাশ, ভালোই হয়েছে। 😥😥
 
Quantcast