বাঁচার লড়াই
লাল রক্ত নীল হয়ে যায় শিহরে উঠে প্রাণ,
অন্ন হীনা লক্ষ মানুষ বিথায় হারায় জান।
শুকনো চোখে পূর্ণ জল, আর নিরাস মনে ক্ষত
পেটের খিদে করোনা ত্রাসে বিশ্ব কাঁপে যত।
ঘর বন্ধ জগৎবাসী আজ কর্ম দিশা হারা
সব হারিয়ে বাঁচার লড়াই সবাই পাগল পারা।
ধনী গরিব মানব মাঝে নেইকো কোনো ভেদ
রাজনীতিতে ধর্ম নিয়ে নেই পৃথক পৃথক জেদ।
সবার তরে সবাই মোরা সবার পাশে থাকি
সবাই মিলে করবো লড়াই বিধাতাকে ডাকি।
অন্ন হীনা লক্ষ মানুষ বিথায় হারায় জান।
শুকনো চোখে পূর্ণ জল, আর নিরাস মনে ক্ষত
পেটের খিদে করোনা ত্রাসে বিশ্ব কাঁপে যত।
ঘর বন্ধ জগৎবাসী আজ কর্ম দিশা হারা
সব হারিয়ে বাঁচার লড়াই সবাই পাগল পারা।
ধনী গরিব মানব মাঝে নেইকো কোনো ভেদ
রাজনীতিতে ধর্ম নিয়ে নেই পৃথক পৃথক জেদ।
সবার তরে সবাই মোরা সবার পাশে থাকি
সবাই মিলে করবো লড়াই বিধাতাকে ডাকি।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
স্বপন রোজারিও (মাইকেল) ০৬/০৫/২০২০চমৎকার লেগেছে।
-
মশিউর ইসলাম (বিব্রত কবি) ০২/০৫/২০২০অসাধারণ মুগ্ধতা রেখে গেলাম
-
মশিউর ইসলাম (বিব্রত কবি) ০২/০৫/২০২০অসাধারণ লেখনী।
মুগ্ধ হলাম -
পি পি আলী আকবর ৩০/০৪/২০২০সুন্দর উপস্থাপন
-
ফয়জুল মহী ৩০/০৪/২০২০দেশের শাসকগোষ্ঠী যদি মানবিক হতো , মরেও শান্তি পেতাম।
-
মোঃআব্দুল্লাহ্ আল মামুন ৩০/০৪/২০২০সুন্দর উপস্থাপন