www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

প্রিয়ার প্রেম যুদ্ধ

ভালোবাসার রক্তে রঞ্জিত হোক আমার হৃদয় খানা।
শরীরের প্রতিটি অঙ্গে ফুঁটে উঠুক প্রেমের ব্যাহিয়াপনা।
আমি পুস্তুত অগ্নিময় জ্বলন্ত গোলার উপর দিয়ে চলতে।
যতোই আসুক ঝড়, ভুমিকম্পন সতর্ক বাণী বলতে।
আমি দুরন্ত থামবোনা, যতই আসুক প্রতিরোধ আসুক
বাঁধা,
দুর্নিবার দুর্গম গিরি পথ করিবো জয়, থাকনা গোলক ধাঁধা।
উষ্ণ হওয়ার মতো ছুটে যেতে চায় শান্ত বলয়ের দিকে,
প্রিয়ার উষ্ণ পরশে আর একটু মাতাল হতে চাই এই বিশ্বলোকে।
পিপাসু মনে দাউ দাউ করে জ্বলে উঠুক প্রেমের প্রাবন,
বসন্তের লাল পলাশে ও শিমূল ফুলে হোক প্রেমের শ্রাবণ।
আমি পিপাসু পথিক হয়ে ছুটে যেতে চাই সলল অন্বেষণে,
আমি রেখে যেতে চাই প্রেমের স্মৃতি, বিষাক্ত পৃথিবীর মনে।
সাদা কাশফুল আর শিউলি ফুলে প্রেমত্ব ছাড়িয়ে পড়ুক চারি দিকে।
প্রতিটি কনাই কনাই ভরে উঠুক বাদল বৃষ্টির ফোঁটা, যাক অঙ্কন এঁকে।
আমি অচেনা হয়ে রয়ে যেতে চাই প্রিয়তমার মনের মাঝে,
আসুক মৃত্যুর যমদূত আমি খুঁজে যাবো চিরন্তন গোধূলি সাঁঝে।
হয়তো অচেনা বন্ধুর আগমনে হৃদয় বাগে ফুটে গোলাপ, বসন্তের কাস ফুল।
পাখিদের কুঞ্জন ও ভ্রুমরের মিষ্টি ছন্দের মনরমা হোবে আকুল।
হয়তোবা প্রিয়ার হৃদয়ে বেজে উঠবে প্রেমের ঘুমন্ত ঘন্টা,
রাজপরী-আমার কষ্টে ব্যাতিত হয়ে দিয়ে বসবে তার মনটা।
আমি তখনই হবো শান্ত স্বর্গীয় প্রেমের উন্মাদনায় হবো ক্লান্ত,
বিষাদের অবসাদ হবে দূর,প্রেমের তরে মনপ্রাণ হবে শান্ত।
হবে জয় একদিন ভালোবাসা পাবেই প্রানের ইস্পন্দন,
ফুলে গন্ধে ভরে যাবে দুটি হৃদয় হবে অফুরন্ত আনন্দ।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৪২৩ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৮/০৪/২০২০

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • ভালোবাসার জয় হবেই হবে।
  • ফয়জুল মহী ২৮/০৪/২০২০
    শত শত নেককার বান্দার দোয়ায় আল্লাহ আমাদের মুক্ত করবেন । ভালো
  • নুর হোসেন ২৮/০৪/২০২০
    ভাল লাগলো
 
Quantcast