www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

বিষাক্ত মিডিয়া

চারী দিকে ঘ্যাও ঘ্যাও
মিথ্যার ইমারত।
হিন্দু মুসলিম ধম্ম যুদ্ধ
মিথ্যা টিআরপির আমানত।।
রক্ত ক্ষয়ি যুদ্ধের অর্থা লোভ
রাজনীতির নির্মম খেলা।
ধর্ম যুদ্ধের বলি লক্ষ মনষি
মিডিয়া রক্তে ভাসায় ভেলা।।
নিষ্ঠুর ওরা, প্রাণ হীন জড় স্বত্বা,
শান্ত কে করেছে বিচ্যুতি।
ছিনিয়ে বাক স্বাধীনতা,
কেড়েছে মানব আস্থা দ্রুতি।।
হৃদয়হীন পাপীদের থেকে ওরা নিকৃষ্ট,
ওরা ছদ্দবেশি সন্ত্রাস।
ধর্ম যুদ্ধের বিষাক্ত ছোবলে
পৃথিবীতে করে চলেছে সন্ত্রাস।।
ওরা সমাজ ভাঙার কারিগর,
শান্ত ধরনীকে করছে অশান্ত।
সৃষ্টি করেছেন ধর্ম যুদ্ধের প্রাঙ্গন,
উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম প্রান্ত।।
দিনের পর দিন তিক্ত কটু কথায়
AC ঘরে বসে ছাড়ে শীষ।
সত্য নয় শুধুই মিথ্যায় আড়ালে
ছাড়ে খরিস সাপের বিষ।।
অর্থের লোভে ওরা বেঁচেছে,
নিজের অনু-সত্ত্বা।
ওরা জাহান্নামী যারা মিথ্যার
বেঁচেছে মন-আত্মা।
রাজনীতির স্বার্থে ধর্মে ধম্ম যুদ্ধ
মিডিয়ার প্যারাফিন তেল।
হিন্দু মুসলিমের দ্বন্দ্বের কারণত্ব
এযেন উদ্দেশ্য হীন দিশেহারা মেল।।
শান্তলয়ে সমপ্রান্ত আজ কম্পিত,
সংক্ষিত, পরীক্ষান্ত।
ওরা প্রতিজ্ঞাবদ্ধ ধম্মযুদ্ধে মৃত্যুলয়ে প্রাণ,
রক্তের স্বাদে হবে শান্ত।।
বিশ্ব আজ মিথ্যার পাঁচিলে সত্যকে করেছে
অদ্বিধায় অদৃশ্য।
মানব চোখে অশ্রু জল মিডিয়া
এখনো -আজও নীলজ্য।
ডঃ নাসিদুল ইসলাম
বিষয়শ্রেণী: সমসাময়িক
ব্লগটি ৪৫১ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৮/০৪/২০২০

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast