এলো মাহে রমজান (গজল)
এলো মাহে রমজান, এলো খুশির রমজান, এলো প্রিয়ও রমজান।।
মমিন মুসলমান রোজা করো, নামাজ পড়ো ও কোরান করো তেলওয়াত
আল্লাহ মহান, মোদের নিশ্চয় করবে ক্ষমা, দিবেন জান্নাত প্রতিদান।।
রমজান এলো রহমতের ঝুড়ি, মাগফিরাতের ও নাজাত নিয়ে।
পাপী তাপী আয় সবাই মিলে, নামাজ পড়ি খোদার ঘরে গিয়ে।।
এলো সুযোগ আজ সবার ঘরে, নামাজ কালাম তসবি করি সবাই বারে বারে।
এলো মাহে রমজান, এলো খুশির রমজান, এলো প্রিয়ও রমজান।।
আয়রে ছুটে সবাই মাসজিতে, তারবি পড়ি সবাই মিলে মিশে।
তওবা করি, পাপের বোঝা ছাড়ি, দুহাত তুলি মোরা নামাজ শেষে।।
নাজত করো খোদা, জান্নাত নসিব করো , রহমতের মাসেরি ইবাদতে।
নিশ্চয় আল্লাহ করবে ক্ষমা, রোজা, নামাজ, যাকাত যদি থাকে সাথে।।
এলো মাহে রমজান, এলো খুশির রমজান, এলো প্রিয়ও রমজান।।
সেই আশাতে ইবাদত করি, এতেকাফ, সবেকদর এসো পালন করি।
হাজার মাসের চেয়ে উত্তম মাহে সবেকদর, তাইতো মাহে রমজানের এতো আদর।।
এলো মাহে রমজান, এলো খুশির রমজান, এলো প্রিয়ও রমজান।।
ঈমানের আলোকে সাজাও জীবন, পূর্ণ করো ত্রিরিশ রোজা।
সেই ইবাদতের বদলাতে মাফ হবে আযাব গোনা, জান্নাত যাবে সোজা।।
রমজান এলো খুশির পায়গাম নিয়ে, পূর্ন ইবাদতে সমস্ত পাপ যাবে ধুয়ে।
নামাজ পড়ো, বেশি দান খায়রাত করো, আল্লার রাস্তায় যাকাত আদায় করো।।
এলো মাহে রমজান, এলো খুশির রমজান, এলো প্রিয়ও রমজান।।
আল্লাহ মহান হেদায়েত দাতা, জাহান্নামের আজাব করেন মাফ।
তার দানেতে হবে জান্নাতি মানব, হাদীস কোরান বলেন সাফ।।
এসো খুশির সাথে রমজান পালন করি, সকল সকলের হাতটি ধরি।
এলো মাহে রমজান, এলো খুশির রমজান, এলো প্রিয়ও রমজান।।
রমজান এলো, এলো খুশির বাহার,
করবো না হারাম কাজ, করবো হালাল আহার।
বেশি বেশি নফল নামাজ পড়ো,
রোজা করো, যাকাত আদায় করো।।
আল্লাহ তাআলা খুশি হবে, গুনা খাতা সব মুছে যাবে,
বেশি বেশি আল্লার জিকির করো,
রহমতের আলোয় হৃদয় ভরো।
এলো মাহে রমজান, এলো খুশির রমজান, এলো প্রিয়ও রমজান।।
মমিন মুসলমান রোজা করো, নামাজ পড়ো ও কোরান করো তেলওয়াত
আল্লাহ মহান, মোদের নিশ্চয় করবে ক্ষমা, দিবেন জান্নাত প্রতিদান।।
রমজান এলো রহমতের ঝুড়ি, মাগফিরাতের ও নাজাত নিয়ে।
পাপী তাপী আয় সবাই মিলে, নামাজ পড়ি খোদার ঘরে গিয়ে।।
এলো সুযোগ আজ সবার ঘরে, নামাজ কালাম তসবি করি সবাই বারে বারে।
এলো মাহে রমজান, এলো খুশির রমজান, এলো প্রিয়ও রমজান।।
আয়রে ছুটে সবাই মাসজিতে, তারবি পড়ি সবাই মিলে মিশে।
তওবা করি, পাপের বোঝা ছাড়ি, দুহাত তুলি মোরা নামাজ শেষে।।
নাজত করো খোদা, জান্নাত নসিব করো , রহমতের মাসেরি ইবাদতে।
নিশ্চয় আল্লাহ করবে ক্ষমা, রোজা, নামাজ, যাকাত যদি থাকে সাথে।।
এলো মাহে রমজান, এলো খুশির রমজান, এলো প্রিয়ও রমজান।।
সেই আশাতে ইবাদত করি, এতেকাফ, সবেকদর এসো পালন করি।
হাজার মাসের চেয়ে উত্তম মাহে সবেকদর, তাইতো মাহে রমজানের এতো আদর।।
এলো মাহে রমজান, এলো খুশির রমজান, এলো প্রিয়ও রমজান।।
ঈমানের আলোকে সাজাও জীবন, পূর্ণ করো ত্রিরিশ রোজা।
সেই ইবাদতের বদলাতে মাফ হবে আযাব গোনা, জান্নাত যাবে সোজা।।
রমজান এলো খুশির পায়গাম নিয়ে, পূর্ন ইবাদতে সমস্ত পাপ যাবে ধুয়ে।
নামাজ পড়ো, বেশি দান খায়রাত করো, আল্লার রাস্তায় যাকাত আদায় করো।।
এলো মাহে রমজান, এলো খুশির রমজান, এলো প্রিয়ও রমজান।।
আল্লাহ মহান হেদায়েত দাতা, জাহান্নামের আজাব করেন মাফ।
তার দানেতে হবে জান্নাতি মানব, হাদীস কোরান বলেন সাফ।।
এসো খুশির সাথে রমজান পালন করি, সকল সকলের হাতটি ধরি।
এলো মাহে রমজান, এলো খুশির রমজান, এলো প্রিয়ও রমজান।।
রমজান এলো, এলো খুশির বাহার,
করবো না হারাম কাজ, করবো হালাল আহার।
বেশি বেশি নফল নামাজ পড়ো,
রোজা করো, যাকাত আদায় করো।।
আল্লাহ তাআলা খুশি হবে, গুনা খাতা সব মুছে যাবে,
বেশি বেশি আল্লার জিকির করো,
রহমতের আলোয় হৃদয় ভরো।
এলো মাহে রমজান, এলো খুশির রমজান, এলো প্রিয়ও রমজান।।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
স্বপন রোজারিও (মাইকেল) ২৬/০৪/২০২০রমজান এলো খুশির বার্তা নিয়ে।
-
মোহন দাস (বিষাক্ত কবি) ২৬/০৪/২০২০সুন্দর লেখাটি।
-
ফয়জুল মহী ২৬/০৪/২০২০, ভালোই হয়েছে।