শুভ নববর্ষ
এলোরে ভাই নতুন বছর একটি বছর পর
সাত রঙেতে সাজাও জীবন ভরিয়ে তুলো ঘর।
নববর্ষের নতুন ছোয়া বাংলা মায়ের প্রাণে
নতুন বছর উঠুক সেজে ভৈরবীদের গানে।
নতুন বছর নতুন পোশাক নতুন নতুন সাজ
নতুন জীবন বাঁচার মাঝে বাজুক খুশীর বাজ।
নতুন দিনের নতুন আলোয় ফুটুক মনের আশা
নতুন ফুলের সৌরভিতে সাজাও ভালোবাসা।
বৈশাখ এলে বঙ্গ জুড়ে মিলন মেলার খেলা
সেই খেলাতে হারিয়ে যাওয়া ভাসিয়ে সুখের ভেলা।
নতুন বছর নতুন আশা মিষ্টি ভরা মুখ
বঙ্গমায়ের স্বর্গ সুখে ভরিয়ে উঠুক বুক।
সুখের তালে নাচে গানে ভরিয়ে তুলো মাঠ
মাঠের প্রাণে সন্ধ্যা বেলায় বসুক ফুলের হাট।
সেই ফুলে সাজে জীবন সাজে মায়ের কোল
রাত বারোটায় রঙ্গলীতে বাজাও খুশির ঢোল।
নতুন বছর সুস্বাগতম হাজার আলোর সাজে
সেই আলোতে খুশির আবীর ছাড়ায় সবার মাঝে।
গানের সুরে বাজবে বাঁশি ফাঁটুক অনেক বাজি
নতুন সাজে নতুন করে জীবন সাজাও আজি।
ফুটবে হাসি বাংলা মায়ে ফুটক সবার প্রাণে
নতুন বছর সুস্বাগতম ভৈরবীদের গানে।
ভিন্ন জাতি ধৰ্ম ভুলে একসাথে পথ চলি
সবাই কাঁধে কাঁধ মিলিয়ে শুভ নববর্ষ বলি।
সবাই আমরা মিলে মিশে বাংলা মায়ে থাকি
বাংলার প্রীতি সাংকৃতি বাংলাকে ভালোবাসি।
নতুন বছর বাংলা মায়ে নতুন আশীর্বাদ
নতুন বছর চলার পথে পাইবে বাঁচার স্বাদ।
নববর্ষে নতুন পাওয়ায় নতুন করে বাঁচা।
নতুন মাঝে দুঃখ-কষ্ট ভুলে মিষ্টি মুখে হাসা।
নতুন এলে সবার ঘরে মাছ মাংস আর মিষ্টি
আজ এসেছে স্বর্গ পুরি খোদার মহান সৃষ্টি।
বাংলা ধ্বনি বঙ্গবাসী বাংলা মায়ের উৎকর্ষ
সবার বলি মিলে মিশে সুস্বাগতম শুভ নববর্ষ।
সাত রঙেতে সাজাও জীবন ভরিয়ে তুলো ঘর।
নববর্ষের নতুন ছোয়া বাংলা মায়ের প্রাণে
নতুন বছর উঠুক সেজে ভৈরবীদের গানে।
নতুন বছর নতুন পোশাক নতুন নতুন সাজ
নতুন জীবন বাঁচার মাঝে বাজুক খুশীর বাজ।
নতুন দিনের নতুন আলোয় ফুটুক মনের আশা
নতুন ফুলের সৌরভিতে সাজাও ভালোবাসা।
বৈশাখ এলে বঙ্গ জুড়ে মিলন মেলার খেলা
সেই খেলাতে হারিয়ে যাওয়া ভাসিয়ে সুখের ভেলা।
নতুন বছর নতুন আশা মিষ্টি ভরা মুখ
বঙ্গমায়ের স্বর্গ সুখে ভরিয়ে উঠুক বুক।
সুখের তালে নাচে গানে ভরিয়ে তুলো মাঠ
মাঠের প্রাণে সন্ধ্যা বেলায় বসুক ফুলের হাট।
সেই ফুলে সাজে জীবন সাজে মায়ের কোল
রাত বারোটায় রঙ্গলীতে বাজাও খুশির ঢোল।
নতুন বছর সুস্বাগতম হাজার আলোর সাজে
সেই আলোতে খুশির আবীর ছাড়ায় সবার মাঝে।
গানের সুরে বাজবে বাঁশি ফাঁটুক অনেক বাজি
নতুন সাজে নতুন করে জীবন সাজাও আজি।
ফুটবে হাসি বাংলা মায়ে ফুটক সবার প্রাণে
নতুন বছর সুস্বাগতম ভৈরবীদের গানে।
ভিন্ন জাতি ধৰ্ম ভুলে একসাথে পথ চলি
সবাই কাঁধে কাঁধ মিলিয়ে শুভ নববর্ষ বলি।
সবাই আমরা মিলে মিশে বাংলা মায়ে থাকি
বাংলার প্রীতি সাংকৃতি বাংলাকে ভালোবাসি।
নতুন বছর বাংলা মায়ে নতুন আশীর্বাদ
নতুন বছর চলার পথে পাইবে বাঁচার স্বাদ।
নববর্ষে নতুন পাওয়ায় নতুন করে বাঁচা।
নতুন মাঝে দুঃখ-কষ্ট ভুলে মিষ্টি মুখে হাসা।
নতুন এলে সবার ঘরে মাছ মাংস আর মিষ্টি
আজ এসেছে স্বর্গ পুরি খোদার মহান সৃষ্টি।
বাংলা ধ্বনি বঙ্গবাসী বাংলা মায়ের উৎকর্ষ
সবার বলি মিলে মিশে সুস্বাগতম শুভ নববর্ষ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মশিউর ইসলাম (বিব্রত কবি) ২৪/০৪/২০২০বেশ সুন্দর উপস্থাপন
-
আলভী আমীর আল খামারী ২৩/০৪/২০২০এখানে একটি মন্তব্য করেছিলাম,এখন দেখি নােই।
-
ফয়জুল মহী ২৩/০৪/২০২০ভালোবাসা ও শুভ কামনা আপনার জন্য।
-
স্বপন রোজারিও (মাইকেল) ২৩/০৪/২০২০নব বর্ষের শুভেচ্ছ। তবে নববর্ষের দিন কবিতাটি পোষ্ট করলে ভালো হত।
-
ইবনে মিজান ২৩/০৪/২০২০শুভ নববর্ষ