www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

স্বপ্ন দেখা আমার প্রিয়া

নিঝুম নিশিত ঘুমের ঘোরে প্রিয়া এলো কাছে
ফুলের কলি গোলাপ তনু বসলো প্রিয়া পাশে।
রাখলো হাত মাথার উপর আলতো ছোয়ার তালে
মিষ্টি স্পর্শ কাঁপলো শরীল গোপাল লাজুক গালে।
মন বাগিচায় ফুটলো ফুল আকুল করে প্রাণ
সেই ফুলেরি সুভাসেতে ভাসলো প্রেমের ঘ্যান।
আজকে দুজন ভেসে চলা সুদূর গগন মাঝে
চাওয়া পাওয়ার প্রেমের খেলায় মিষ্টি সুরালি বাজে।
পরিস্থানের রাজকন্যা আমার স্বপ্ন দেখা প্রিয়া
সেযে আমার জীবন মরন আমার বাঁচার হিয়া।
রুপালি বদন আলতা পায়ের কচি ফুলের হাসি
তাই মনের অনন্ত গভীর হতে বলছে ভালোবাসি।
লাল চুড়িদার, গোলাপ ঠোট আর মায়া ভরা আখি
জগৎ মাঝে সবার সেরা খোলা ময়না পাখি।
কোমল হাতের নরম ছোয়া লাজুক লাজুক মুখ
বিশ্ব মাঝে প্রিয়া আমার স্বর্গ ভরা সুখ।
কাজলা কালো চুলের বাহার লম্বায় কমর পায়
খোদার দানে সোনার পরি আকাশ পাতাল ঠায়।
সব মিলিয়ে প্রিয়া আমার হীরা মতির খনি
সে যে আমার জীবন মরন আমার চখের মনি।
হটাৎ করে ঘুমের ঘোরে প্রিয়া দিলো কিস
সেই কিসেরি ছোয়ায় খেয়ে শরীল হলো বিষ।
জ্বলো মনে প্রেমের আলো মিলন মধুর খেলা
সেই খেলতে হারিয়ে যাওয়া সুখ সাগরের ভেলা।
মনের তরে মন বিনিময় প্রাণের প্রেম সাগরে ভাসা
দুটি হৃদয় একটি মন পাগল মানের আশা
দুনিয়া মাঝে স্বর্গ সুখ অফুরন্ত ভালোবাসা।
মিলন খেলায় শান্ত প্রাণ ঘন্টা খানিক পরে
স্বপ্ন শেষে জেগে দেখি নেইকো প্রিয়া ঘরে।
আদর দিয়ে গেছে প্রিয়া মিষ্টি মাখা হাসি
স্বপ্ন শেষে প্রিয়া তোমায় আজও ভালোবাসি।
আসবে কবে আমার কাছে বসবে কবে ভালো
সেই আসতে দিন গুনে মন কবে জ্বলবে প্রেমের আলো।
আজ আমি তোমায় খুঁজি দাওনা প্রিয়া দেখা
তোমার প্রেমের স্বরন স্মৃতি স্বর্ণালীতে লেখা।
এসো কাছে বুকের মাঝে একটি জ্বলা মতি
তুমি আমার স্বপ্ন পরি আমার চোখের জ্যোতি।
পথ চেয়ে রয় তোমার আশায় দাও না প্রিয়া দেখা
স্বরন করে রাখতে ধরে আজকে আমার লেখা।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৩৮৭ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২২/০৪/২০২০

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • প্রিয়র সাথে থাকা। চমৎকার।
  • অনিন্দ্য সুন্দর
  • ফয়জুল মহী ২২/০৪/২০২০
    অনুপম, অতুলনীয় লেখা।
 
Quantcast