www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

তোমার প্রেম

গেলাম থেমে তোমার প্রেমে,
হবেকি আমার কুড়ি হয়ে ফোঁটা?
পাহাড়ের বুকে নদী হয়ে,
সাগরের প্রাণে ছুটা?
ছোট্ট হৃদয় স্বপ্ন দেখে, আকাশ পরীর মাঝে
রাজ পরীদের রানী হয়ে, আসবে সকাল সাঁঝে।
সপ্ন জীবন সত্যি হবে, পেয়ে তোমার দেখা,
আলতো ঠোঁটের ছোয়া পেয়ে, প্রেমের ছবি আঁকা।
গগন মাঝে হয়ে বিয়ে, পাতাল মাঝে ফুল শয্যা
প্রথম দেখায় ফুল বিনিময়, দূর হবে প্রেম লজ্জা।
দুটি মনের একটি আশা,
জীবন পাবে ভালোবাসা।
খেলবো মোরা প্রেমের সুখে
ভাসবো গগন শূন্যলকে।
আসবো ফিরে সোনার নীড়ে
থাকবে সবাই মোদের ঘিরে।
স্বজন সকল বুকে জড়িয়ে, দিবে মোদের দোয়া
সেই দোয়াতে চিরতরে, থাকবে প্রেমের ছোঁয়া।
আমরা চির সুখী হবো, অমর হবে ভালোবাসা
তোমার পেয়ে স্বর্গ পাবো, পূর্ন হবে আশা।
বলনা প্রিয়া আসবে কবে, আসবে আমার কাছে
বাসবে কবে ভালো আমায়, থাকবে আমার পাশে?
চোখে যত স্বন আমার, মনের যত আশা
যাকিছু আজ আমার সবই, তোমার ভালোবাসা।
তুমি আমার স্বন সোনা, আমার চোখের জ্যোতি
তুমি প্রিয়া জীবন মরন, আমার হীরা মতি।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৪১৭ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২২/০৪/২০২০

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • সুন্দর। ছন্দের মিলও আছে।
  • ডাঃঅলোক সরকার ২৩/০৪/২০২০
    প্রিয় কবি,
    ভালো লাগলো লেখাটা ।ভালো থাকবেন কবি।অনেক শুভেচ্ছা জানালাম ।
  • সুন্দর
  • ফয়জুল মহী ২২/০৪/২০২০
    লেখা পড়ে ভালো লেগেছে।
 
Quantcast