করোনা লড়াই
লক্ষ মানব হাজারো দেশ, করোনা করে হানা
বাঁচতে নিজে দেশ বাঁচাতে, ঘরের বাইরে যেতে মানা।
আপনি বাঁচুন দেশকে বাঁচান, পড়ুন মুখে মাস্ক
ভিড় এড়িয়ে বাজার করুন, হয়না যেন টার্চ।
সাবান ডেটুল সানিটাইজার, ইউজ করুন বারে বারে
করবো পালন সরকারি নিয়ম, থাকবো মোরা ঘরে।
সবাই মোরা মিলে মিশে প্রশাসনকে, করবো সহযোগীতা
তবেই লড়াই সফল হবে, জিতবো মরন প্রতিযোগীতা।
ডাক্তার বাবুর পরামর্শ, মানবো ধাপে ধাপে
করবো পালন নিয়ম কানুন, যত্ন করবো বৃদ্ধ মা বাবাকে।
একটু মোরা সদয় হবো, গরীব দুঃখিরে করিবো দান
অর্থ ওষুধ আর ত্রান দিয়ে তাদের, বাঁচাবো মানব প্রাণ।
দূর হবে এই কঠোর আজব, করোনা বিদায় নিবে
আল্লার ধ্যানে- ধন-দোলত, মান অর্থ কড়ি দুহাত ভোরে দিবে।
দুহাত তুলি আল্লাহ তোমার কাছে,
বাঁচাও মোদের করোনা আজব থেকে,
মহান তুমি বিশ্বময়, দয়ালু তুমি, শক্তিমান,
কবুল করো মোদের দোয়া, বাঁচাও তুমি মানব প্রাণ।
রোগ মসিবত, মহামারী দূর করে দাও দয়াময়
তোমার ধ্যানে লিপ্ত হবো হসায় করুন করুনাময়।
আমিন।
বাঁচতে নিজে দেশ বাঁচাতে, ঘরের বাইরে যেতে মানা।
আপনি বাঁচুন দেশকে বাঁচান, পড়ুন মুখে মাস্ক
ভিড় এড়িয়ে বাজার করুন, হয়না যেন টার্চ।
সাবান ডেটুল সানিটাইজার, ইউজ করুন বারে বারে
করবো পালন সরকারি নিয়ম, থাকবো মোরা ঘরে।
সবাই মোরা মিলে মিশে প্রশাসনকে, করবো সহযোগীতা
তবেই লড়াই সফল হবে, জিতবো মরন প্রতিযোগীতা।
ডাক্তার বাবুর পরামর্শ, মানবো ধাপে ধাপে
করবো পালন নিয়ম কানুন, যত্ন করবো বৃদ্ধ মা বাবাকে।
একটু মোরা সদয় হবো, গরীব দুঃখিরে করিবো দান
অর্থ ওষুধ আর ত্রান দিয়ে তাদের, বাঁচাবো মানব প্রাণ।
দূর হবে এই কঠোর আজব, করোনা বিদায় নিবে
আল্লার ধ্যানে- ধন-দোলত, মান অর্থ কড়ি দুহাত ভোরে দিবে।
দুহাত তুলি আল্লাহ তোমার কাছে,
বাঁচাও মোদের করোনা আজব থেকে,
মহান তুমি বিশ্বময়, দয়ালু তুমি, শক্তিমান,
কবুল করো মোদের দোয়া, বাঁচাও তুমি মানব প্রাণ।
রোগ মসিবত, মহামারী দূর করে দাও দয়াময়
তোমার ধ্যানে লিপ্ত হবো হসায় করুন করুনাময়।
আমিন।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
স্বপন রোজারিও (মাইকেল) ২১/০৪/২০২০
-
ফয়জুল মহী ২১/০৪/২০২০সুপাঠ্য লেখা
-
শরিফুল ইসলাম (1990) ২১/০৪/২০২০সুন্দর লেখনী
-
বিকাশ ২১/০৪/২০২০ভালো লাগলো।
করুনাময় মোদের সহাই।