www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

খাঁচা বন্ধ পাখি

মানুষ বিংশ শতাব্দীর উন্নত সভ্যতার রস নিতে ব্যাস্ত।
চারিদিকে বিজ্ঞানের আবিষ্কার প্রতিযোগিতায় ন্যস্ত।।
আল্লাহ ঈশ্বর ভুলে মানুষ যখন নাচে গানে লিপ্ত।
তখন বিশ্বব্যাপি মানব সভ্যতা কম্পিত ও ক্ষিপ্ত।।
ভয়াবহ সম্রাজ্যবাদীর আসফালনের ভয়ংকর গর্জন।
কম্পিত বিশ্ব অগ্নিময়, পারমানবিক বোমা তৈরির তর্জন।।
শক্তিশালী সম্রাজ্যবাদ, দানবের এক নির্মম প্রাণ হননের ত্রাস।
দম্ভ, গর্ব,অহমিকা, আগ্রাসন আজি পরাজিত করোনা করাল গ্রাস।।
ছোট্ট দেশ গুলো আজ উন্নত বিজ্ঞানের অভিশাপে ভীত।
আমেরিকা, চীন, রাশিয়া, ইজরাইল ও দক্ষিন করিয়া কাছে ক্রীত।।
বিজ্ঞানের আশির্বাদই আজ মানুষের অভিশাপ মন্দ।
প্রাণ নাসের প্রধান সত্ব, চারী দিকে আষ্টে বারুদের গন্ধ।।
শুধুই হুমকি, ধর্মীয় যুদ্ধ, বিশ্ব রাজনীতি অতুষ্ট পরিহাস।
হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি সবাই মিথ্যা ইতিহাস।।
চারিদিকে সন্ত্রাস, প্রাণনাশের হুমকি, এ যেন তৃতীয় বিশ্বরে চাপা যুদ্ধ।
যুদ্ধযান, রনতরী ও আধুনিক মারন বানে মানব সভ্যতা হচ্ছে লুপ্ত।।
ক্ষয়ি ক্ষয়ি বিষাক্ত ছোবলের আগ্রাসন, নির্মম নির্দয় বিচরণ।
অজ্ঞ পাপজ্ঞানী শয়তানের রাজত্ব, অসহায় পশুত্বের আচরণ।।
আমেরিকা, চাইনা ও রাশিয়ার ভয়াবহ ধ্বংস লীলার রেশ।
কাঁদছে মানববিশ্ব , জৈব যুদ্ধ বিধ্বংসী হত্যালীলায় আছে বেশ।।
আজ সবার সেরা অভিশপ্ত মরন অস্ত্র করোনা ভাইরাস।
অর্থ, সম্রাজ্য ও মানব সভ্যতার অকাল মৃত্যুর রাশ।।
মানুষের ভুল আবিষ্কার আজ মানবের আসল শত্রু। জাত-পাত, ধর্ম-বর্ণ মিলেমিশে একাকার, সম্পৃক্ত আজি আদি মানব মিত্র।।
চারিদিকে কান্নার হাহাকার, লক্ষ লক্ষ নিষ্পাপ মানবের মৃত্যু।
করোনার বিষাক্ত ছোবল থেকে রেহাই পায়নি তার জন্ম পিতৃ।।
অসহায় মানুষ আজ ভীত খাঁচায় বন্দি নিরুপায় পাখি।
অন্নহীন পৃথিবীতে প্রিয়জন হারানোর চিৎকারে পূর্ন জলে আঁখি।।
আকাশে বাতাসে পাতালে সবিতেই আর্তনাদ ভয়ংকর চিত্র।
রাস্তা ঘাট শূন্য, অফিস কলকারখানা বন্ধ, অর্থহীন বৃত্ত।।
জানিনা এর ভয়ানক পরিণাম কি মানব ক্ষয়ি যুদ্ধ।
বিজ্ঞানের অভিশাপে বন্ধ হয়েছে সব, মানব প্রাণ আজ রুদ্ধ।।
বিজ্ঞান আজ ফেল করেছে, ক্ষুণ্ন হয়েছে দাম্ভিকতার মূর্তি।
রাজা, প্রজা, হিন্দু মুসলিম ইহুদি খ্রিস্টান সবাই যাচ্ছে মুর্ছি।
আজ হয়তো আহকারের মৃত্যু হচ্ছে, বদলা নিচ্ছে আল্লা।
সতর্ক করছি শুনরে পাপী, আল্লা সঙ্গে নিসনা তোরা পাল্লা।।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৩৯১ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২১/০৪/২০২০

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • দারুণ!
  • করোনা অদৃশ্য শত্রু আমাদের।
  • পি পি আলী আকবর ২২/০৪/২০২০
    সুন্দর
  • ফয়জুল মহী ২১/০৪/২০২০
    Good post
 
Quantcast