www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

করোনা ভাইরাস

মারন ভাইরাস করোনা তুমি, জন্ম স্থান চীন
স্বল্প সময় বিশ্বলোকে, কেড়েছ মানব নিদ।
কি অপরাধ আঘাত হানো, ধরণী মায়ের কোলে?
শিশু বালক বৃদ্ধ সকল, মৃত্যু কোলে ঢলে।
চীনা রাজার প্ৰযুক্তি লোপ, অজ্ঞ পাপির বাস
অর্থ চাঙ্গা করতে সালা, খেলছে করোনা ত্রাস।
জৈব মারন অস্ত্র তুমি, আজ মানব দিশেহারা
তোমার বিষে বিশ্ব কাঁপে, ধরনী পাগলপারা।
মানব চোখে অশ্রু জল, আজ বিশ্ব কাঁপে ভয়ে
করোনা কখন মরন থাবা, যাবে আমায় লয়ে।
চাইনা সালা বিশ্ব মাঝে, ছড়ালে মারন বিষ
কোথায় তুমি জন্মদাতা, লুকিয়ে ছাড়ো শীষ?
ভুক্ত যাচ্ছে দেশের মানুষ, লুপ্ত হচ্ছে মানবতা
চারিদিকে মারন ছোবল, করোনা শুধুই কথা।
সবাই কাঁদে মরন ভয়ে, শিশু কাঁদে খিদেয়
বিশ্ব কাঁদে মানব দুঃখে, আকাশ বাতাস কাঁদে নিদে।
করোনা বিষ ছড়িয়ে তুমি, মারো মানব জাতি
সবাই এখন মরণ ফাঁদে, নেইকো তোমার সাথী।
পাপযে মোদের কোথায় ছিল, কোথায় ছিলো ভুল?
সব হারিয়ে অগ্নিগোলায়, দেখছি সর্ষের ফুল।
সার্ধি কাশি মাথা ব্যাথা, গলার কলরব
করোনা বিষ মারন তরে, শেষ হয়েছে সব।
দিচ্ছে দেখা বুকে ব্যথা, ঝাকুনি কাশি জ্বর
কাল নাগিনীর করোনা রোগে, হচ্ছে স্বজন পর।
লকডাউনে বেহাল এদেশ, অর্থনীতি দিশেহারা
বন্ধ ঘরের নিস-কর্ম জীবন, সবাই পাগল পারা।
লক্ষ মাসুম প্রানের বলি, আজ শূণ্য মানবতা
স্বজন হারিয়ে হৃদয় কাঁদে, পূর্ন কেবল ব্যাথা।
হারাচ্ছে মানব রাজ সাংকৃতি, অর্থ কারিগরি
কর্ম বিনা হন্ন মানব, শূন্য ভাতের হাড়ি।
ব্যাবসা বাণিজ্য চাকরি কড়ি, ডুবল চোখের জলে
করেন থাবায় অন্ন বিনা, অকাল মরন ফলে।
বিশ্ব মাঝে রক্ত দানব, মরন তোমার নীতি
কাঙাল মানব ভুলবে নাকো, তোমার ক্ষতের স্মৃতি।
লোকডাউনে ছোট বড়ো, সবাই বন্ধ খাঁচার পাখি
খোদার কাছে নিরাস তারা, পূর্ন জলে আঁখি।
আকাশ কাঁদে, বাতাস কাঁদে, কাঁদে ছোট্ট মেয়ে
খোদা তুমি নীরব কেনো, প্রাণনাশের হুমকি পেয়ে?
শূন্য হাত অর্থ বিনা, চড়েনা ঘরে হাড়ি
খোদার জ্বলায় শিশু কাঁদে, ভাসায় তাদের বাড়ি।
কবে তুমি যাবে চলে, শূন্য করে কোল ?
ধন্য হবে সোনার এই পৃথিবী, বাজবে সুখের ঢোল ।
পারবিনাকো মারতে মোদের, লড়বো তোমার সাথে
করবো ধ্বংস তোমার বংশ, যতক্ষন প্রাণ থাকবে মদের হাতে।
বিজ্ঞান দিয়ে করবো জয়, মারবো ওষুধ তীর
করবো নির্মূল বিশ্ব থেকে, ভাঙবো করোনা নীড়।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৩১৩ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২০/০৪/২০২০

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • কবিতাটি সুন্দর ছন্দে ছন্দে লেখা।
  • সমসাময়িক
  • ফয়জুল মহী ২০/০৪/২০২০
    Excellent .
  • কুমারেশ সরদার ২০/০৪/২০২০
    অত্যন্ত বাস্তব সম্মত
 
Quantcast