তুমি
তুমি যে মেঘলা আকাশের সোনালী দুপুর
তুমি যে স্বর্গ পরি পায়েতে সোনার নূপুরে।
তুমি যে ঘাসের উপর জ্বলতে থাকা শিশির বিন্দু
তুমি যে আমার হৃদয় মাঝে ভালোবাসার এক সিন্ধু।
তুমি যে সকলের সোনালী ভালো রাতের চন্দ্র তারা
তুমি যে হাসি তুমি যে খুশি আমার জীবন ধারা।
তুমি পাহাড়ের বুকে মইষ্টি টেল ঝরে পড়া ঝর্ণা
তোমার স্মৃতি স্বপ্ন যত আমার তুলির বর্ণনা।
তুমি যে সেই গোলাপ ফুলের মিষ্টি ভরা গন্ধ
তুমি যে আমার জীবন মরন আমার বাঁচার ছন্দ।
তুমি যে সুখ তুমি যে দুঃখ তুমি যে বাঁচার আলো
তাইতো আমি সবার মাঝে বেসেছি তোমায় ভালো।
তুমি যে ফুলের রঙের বাহার আমার চোখের জ্যোতি
তুমি যে হাজার ঝিনুক মাঝে একটি জ্বলা মতি।
তুমি যে ধ্যান তুমি যে জ্ঞান তুমি যে স্বপ্ন আশা
তুমি যে জীবন তুমি যে মরন আমার ভালোবাসা।
তুমি যে স্বর্গ পরি পায়েতে সোনার নূপুরে।
তুমি যে ঘাসের উপর জ্বলতে থাকা শিশির বিন্দু
তুমি যে আমার হৃদয় মাঝে ভালোবাসার এক সিন্ধু।
তুমি যে সকলের সোনালী ভালো রাতের চন্দ্র তারা
তুমি যে হাসি তুমি যে খুশি আমার জীবন ধারা।
তুমি পাহাড়ের বুকে মইষ্টি টেল ঝরে পড়া ঝর্ণা
তোমার স্মৃতি স্বপ্ন যত আমার তুলির বর্ণনা।
তুমি যে সেই গোলাপ ফুলের মিষ্টি ভরা গন্ধ
তুমি যে আমার জীবন মরন আমার বাঁচার ছন্দ।
তুমি যে সুখ তুমি যে দুঃখ তুমি যে বাঁচার আলো
তাইতো আমি সবার মাঝে বেসেছি তোমায় ভালো।
তুমি যে ফুলের রঙের বাহার আমার চোখের জ্যোতি
তুমি যে হাজার ঝিনুক মাঝে একটি জ্বলা মতি।
তুমি যে ধ্যান তুমি যে জ্ঞান তুমি যে স্বপ্ন আশা
তুমি যে জীবন তুমি যে মরন আমার ভালোবাসা।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ডঃ নাসিদুল ইসলাম ২৮/০৯/২০১৮আপনাকে অশেষ ধন্যবাদ
-
আখলাক হুসাইন ২৮/০৯/২০১৮বাহ!
-
সাইয়িদ রফিকুল হক ২৮/০৯/২০১৮প্রচণ্ড আবেগ!
-
গোলাম আরিফ ২৮/০৯/২০১৮খুব ভালো।