সর্বনাশা বাংলা বন্ধ
সর্বনাশা বাংলা বন্ধ রাজনীতির হাতিয়ার
সকল দলে ফায়দা তুলে গরিব দুঃখীর হাহাকার।
পাটির বড়াই জনদরদী বন্ধু প্রাণের প্রিয়
সবার চেয়ে রাজনীতি ভাই বিশ্ব মাঝে শ্ৰেয়।
দুঃখদায়ী পাষান এ বন্ধ বাংলা মায়ের অশ্রু
রাজপার্টি ময় সমাজ মাঝে গরিব দুঃখীর সূত্র।
বাংলা বন্ধের কুফল শুধু মানব কাটা কাটি
মিথ্যা আশায় প্ৰতিশ্ৰুতি পৃথক পাটা পাটি।
রাস্তা ঘাটে বাসে আগুন চলেনা গাড়ি ঘোড়া
লাঠি হাতে মাস্তানি আর এদিক ওদিক দোরা।
কোথায় জ্বলে চালক বাহন কোথায় মারে লাথি
কোথায় আবার রেল অবরোধ বৃথায় হাটা হাটি।
দোকানদারের ঘরে তালা মাথা বাঁশের লাঠি
কেই মানে আইন কানন সবাই বুঝে পার্টি।
অফিস, কলেজ, বিদ্যালয়ে দাঙ্গাবাজের হানা
সমস্ত কাজ জলের তলে ডোর খুলিতে মানা।
পুঞ্জি করন রাজনীতির গেম ক্ষমতার আস্ফালন
মিথ্যালয়ে তোতার বুলি লাঠি গুলি বোমার বিস্ফরন।
যায়না চলা রাস্তা দিয়ে কালো ধোঁয়ায় ঢাকা
প্রাণের মায়া ত্যাগ করে ভাই একক পথে হাটা।
দিনের মজুর কান্না করে বসে কাটায় দিন
রান্না ঘরে ভাত চড়েনা আসেনা চোখে নিদ।
লক্ষ লক্ষ ব্যাপারী ভাই ফেলে চোখের জল
ব্যবসাটা লসের কোলে রাজলোভীদের ফল।
প্রসব জ্বালায় প্রসূতি মরে বন্ধ গাড়ি ঘোড়া
নিজবাড়িতে কাফন দাফন শ্বশান ঘাটে দোরা।
প্রাণের বলি সন্ত্রাসি আর নীরব জগতবাসী
অরাজকতার আসত বাজি বন্ধ হবে হাসি।
এমন যদি চলে থাকে বাংলা মায়ের বুকে
কসম করে বলছি শোনো কেউ রবেনা সুখে।
হবে দেশে খুন খুনি রক্তের হোলি খেলা
রক্ত স্রোতে ভাসবে মানব মৃত দেহের ভেলা।
শুত্রুতা হিংসা বিদ্বেষ বাঁধবে দেশে বাসা
চূর্ণ হবে সোনার এদেশ স্বাধীন ভাবে বাঁচা।
দেশের অর্থ চুরি যাবে রাজকোষের অর্থ খালি
বৃথায় মানব দুঃখ পাবে এ ওকে দিবে গালি।
হিংস্র পশুর শিকার হবে নিরহ মানব প্রাণ
রাজনীতির বিষ ছোবল খেয়ে হারাবে মানব জ্ঞান।
আকাশ ভরা কালো ধোঁয়া লোহিত হবে মাটি
সেদিন মানব শান্ত হবে ভুলবে পৃথক পাটি।
পাঠার বলি নিরহ প্রাণ তোমার আমার মেয়ে
আসছে ধেয়ে বন্ধ বোশাখী বঙ্গ বুকে ধেয়ে।
আমরা মানব বঙ্গবাসী বাংলা মোদের প্রাণ
প্রেম প্রীতিরি ছায়া তলে জড়িয়ে আছে ঘ্যান।
হিন্দু মুসলিম মুচি মেথর বঙ্গ মায়ের ছেলে
অস্থি মজ্জায় শ্বাস প্রশ্বাসে রক্তে প্রমান মেলে।
ভুলি মোর পৃথক জাতি রাজনীতির খেলা
বাঙলা বনদের গন্ডি ভেঙে ভাসায় সুখের ভেলা।
মিলন খেলায় মেতে উঠি সবাই মিলে হাসি
আমরা সন্তান বাংলা মায়ের সকলকে ভালোবাসি।
সকল দলে ফায়দা তুলে গরিব দুঃখীর হাহাকার।
পাটির বড়াই জনদরদী বন্ধু প্রাণের প্রিয়
সবার চেয়ে রাজনীতি ভাই বিশ্ব মাঝে শ্ৰেয়।
দুঃখদায়ী পাষান এ বন্ধ বাংলা মায়ের অশ্রু
রাজপার্টি ময় সমাজ মাঝে গরিব দুঃখীর সূত্র।
বাংলা বন্ধের কুফল শুধু মানব কাটা কাটি
মিথ্যা আশায় প্ৰতিশ্ৰুতি পৃথক পাটা পাটি।
রাস্তা ঘাটে বাসে আগুন চলেনা গাড়ি ঘোড়া
লাঠি হাতে মাস্তানি আর এদিক ওদিক দোরা।
কোথায় জ্বলে চালক বাহন কোথায় মারে লাথি
কোথায় আবার রেল অবরোধ বৃথায় হাটা হাটি।
দোকানদারের ঘরে তালা মাথা বাঁশের লাঠি
কেই মানে আইন কানন সবাই বুঝে পার্টি।
অফিস, কলেজ, বিদ্যালয়ে দাঙ্গাবাজের হানা
সমস্ত কাজ জলের তলে ডোর খুলিতে মানা।
পুঞ্জি করন রাজনীতির গেম ক্ষমতার আস্ফালন
মিথ্যালয়ে তোতার বুলি লাঠি গুলি বোমার বিস্ফরন।
যায়না চলা রাস্তা দিয়ে কালো ধোঁয়ায় ঢাকা
প্রাণের মায়া ত্যাগ করে ভাই একক পথে হাটা।
দিনের মজুর কান্না করে বসে কাটায় দিন
রান্না ঘরে ভাত চড়েনা আসেনা চোখে নিদ।
লক্ষ লক্ষ ব্যাপারী ভাই ফেলে চোখের জল
ব্যবসাটা লসের কোলে রাজলোভীদের ফল।
প্রসব জ্বালায় প্রসূতি মরে বন্ধ গাড়ি ঘোড়া
নিজবাড়িতে কাফন দাফন শ্বশান ঘাটে দোরা।
প্রাণের বলি সন্ত্রাসি আর নীরব জগতবাসী
অরাজকতার আসত বাজি বন্ধ হবে হাসি।
এমন যদি চলে থাকে বাংলা মায়ের বুকে
কসম করে বলছি শোনো কেউ রবেনা সুখে।
হবে দেশে খুন খুনি রক্তের হোলি খেলা
রক্ত স্রোতে ভাসবে মানব মৃত দেহের ভেলা।
শুত্রুতা হিংসা বিদ্বেষ বাঁধবে দেশে বাসা
চূর্ণ হবে সোনার এদেশ স্বাধীন ভাবে বাঁচা।
দেশের অর্থ চুরি যাবে রাজকোষের অর্থ খালি
বৃথায় মানব দুঃখ পাবে এ ওকে দিবে গালি।
হিংস্র পশুর শিকার হবে নিরহ মানব প্রাণ
রাজনীতির বিষ ছোবল খেয়ে হারাবে মানব জ্ঞান।
আকাশ ভরা কালো ধোঁয়া লোহিত হবে মাটি
সেদিন মানব শান্ত হবে ভুলবে পৃথক পাটি।
পাঠার বলি নিরহ প্রাণ তোমার আমার মেয়ে
আসছে ধেয়ে বন্ধ বোশাখী বঙ্গ বুকে ধেয়ে।
আমরা মানব বঙ্গবাসী বাংলা মোদের প্রাণ
প্রেম প্রীতিরি ছায়া তলে জড়িয়ে আছে ঘ্যান।
হিন্দু মুসলিম মুচি মেথর বঙ্গ মায়ের ছেলে
অস্থি মজ্জায় শ্বাস প্রশ্বাসে রক্তে প্রমান মেলে।
ভুলি মোর পৃথক জাতি রাজনীতির খেলা
বাঙলা বনদের গন্ডি ভেঙে ভাসায় সুখের ভেলা।
মিলন খেলায় মেতে উঠি সবাই মিলে হাসি
আমরা সন্তান বাংলা মায়ের সকলকে ভালোবাসি।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোঃ নূর ইমাম শেখ বাবু ১৬/১০/২০১৮বেশ তো!
-
রাকিব ইমতিয়াজ. ২৭/০৯/২০১৮সুন্দর
-
এস এম আলমগীর হোসেন ২৭/০৯/২০১৮ভাল
-
ডঃ নাসিদুল ইসলাম ২৭/০৯/২০১৮আপনাকে অনেক ধন্যবাদ
-
আব্দুল হক ২৬/০৯/২০১৮বেশ ভালো