তোমার পথ চেয়ে
সমুদ্রেরের প্রাণে একা কি খুঁজে অবুঝ মন
উদাস প্রাণের ব্যাকুল আশা কাটে সারা ক্ষন।
চেয়ে থাকি সুদূর প্রাণে আসবে কবে ফিরে
আঁকবো যত স্বপ্ন আশা তোমার স্মৃতি ঘিরে।
এসো কাছে বসো পাশে রাখো হাতে হাত
আজকে থেকে শপত করি থাকবো মোরা সাথে।
আসবে কবে আমার কাছে বাসবে কবে ভালো
তোমার ছোঁয়ার পরশ পেয়ে জ্বলবে প্রেমের আলো।
আর কত কাল একা একা খুঁজবো নদীর কূলে
এসো কাছে বুকের মাঝে মিষ্টি ফুলে ফুলে।
নিথর নয়ন ব্যাকুল হৃদয় আবেগ ভরা আশা
যাকিছু আজ আমার সবি তোমার ভালোবাসা।
লক্ষ হাজার ঝিনুক মাঝে একটি জ্বলা মতি
তুমি আমার জীবন মরন আমার ছোখের জ্যোত
উদাস প্রাণের ব্যাকুল আশা কাটে সারা ক্ষন।
চেয়ে থাকি সুদূর প্রাণে আসবে কবে ফিরে
আঁকবো যত স্বপ্ন আশা তোমার স্মৃতি ঘিরে।
এসো কাছে বসো পাশে রাখো হাতে হাত
আজকে থেকে শপত করি থাকবো মোরা সাথে।
আসবে কবে আমার কাছে বাসবে কবে ভালো
তোমার ছোঁয়ার পরশ পেয়ে জ্বলবে প্রেমের আলো।
আর কত কাল একা একা খুঁজবো নদীর কূলে
এসো কাছে বুকের মাঝে মিষ্টি ফুলে ফুলে।
নিথর নয়ন ব্যাকুল হৃদয় আবেগ ভরা আশা
যাকিছু আজ আমার সবি তোমার ভালোবাসা।
লক্ষ হাজার ঝিনুক মাঝে একটি জ্বলা মতি
তুমি আমার জীবন মরন আমার ছোখের জ্যোত
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আলো ২৩/০৯/২০১৮দারুন
-
মোঃ নূর ইমাম শেখ বাবু ২২/০৯/২০১৮ভাল
-
সাইয়িদ রফিকুল হক ২২/০৯/২০১৮ভালো। তবে বন্ধু, বানানের দিকে লক্ষ্য রাখবেন।