চাঁদনী রাত
নিশিত নিঝুম রাত আর স্বপ্ন ভেজা হাসি
ফুল কলি আবীর চাঁদু বলছে ভালোবাসি।
রিম ঝিম নিঃশ্চুপ অন্ধকারে ঢাকা
গভীর রাতের মেঘমাদুলি সোনার বরণ আঁকা।
রূপালী রাতের স্বর্ণালী আলোয় জ্যোস্না মুখ
পাক পাখালী মরু তরু সবাই এখন চুপ।
উকিমেরে তারা গুলো মিটি মিটি চায়
সাদা কালো মেঘ গুলো তাই গুটি গুটি ধায়।
ঝিঝি গায় ঝিম মাঝ কোকিলার শুরে
জ্যোস্না বাঁধা সেতু বালিকার চরে।
ভেসে যায় সুমিষ্টি বাতাস আঙিনা বালু করে
সোনালী আবীর মেলে টিন টালিরী ঘরে।
পেঁচা ডাকে গাছের ডালে খুঁজে মনাহার
নদীর বুকে নীলাভ জলে ভাসে রুপাল ভার।
কত সুন্দর রাত একক পথে চলা
অন্ধকারে মিঝুম রাতে চুপি চুপি কথা বলা।
চলতে চলতে নিঝুম রাতে দলতে ভালো লাগে
এমন মজা পেতাম যদি জন্মাবারি আগে।
হাসির মাঝে রাখতাম ধরে নিশিত ভেজা রাত
বন্ধু হতো চন্দ্র তারা জ্যোনক হতো সাথী।
ফুল কলি আবীর চাঁদু বলছে ভালোবাসি।
রিম ঝিম নিঃশ্চুপ অন্ধকারে ঢাকা
গভীর রাতের মেঘমাদুলি সোনার বরণ আঁকা।
রূপালী রাতের স্বর্ণালী আলোয় জ্যোস্না মুখ
পাক পাখালী মরু তরু সবাই এখন চুপ।
উকিমেরে তারা গুলো মিটি মিটি চায়
সাদা কালো মেঘ গুলো তাই গুটি গুটি ধায়।
ঝিঝি গায় ঝিম মাঝ কোকিলার শুরে
জ্যোস্না বাঁধা সেতু বালিকার চরে।
ভেসে যায় সুমিষ্টি বাতাস আঙিনা বালু করে
সোনালী আবীর মেলে টিন টালিরী ঘরে।
পেঁচা ডাকে গাছের ডালে খুঁজে মনাহার
নদীর বুকে নীলাভ জলে ভাসে রুপাল ভার।
কত সুন্দর রাত একক পথে চলা
অন্ধকারে মিঝুম রাতে চুপি চুপি কথা বলা।
চলতে চলতে নিঝুম রাতে দলতে ভালো লাগে
এমন মজা পেতাম যদি জন্মাবারি আগে।
হাসির মাঝে রাখতাম ধরে নিশিত ভেজা রাত
বন্ধু হতো চন্দ্র তারা জ্যোনক হতো সাথী।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মুহাম্মদ মোজাম্মেল হোসেন ১৮/০৯/২০১৮
-
মোঃ নূর ইমাম শেখ বাবু ১৮/০৯/২০১৮ওয়াও! দারুণ!
-
মোঃ ফাহাদ আলী ১৭/০৯/২০১৮সুন্দর লেখনি প্রিয়।
শুভেচ্ছা অনন্ত।