স্বপ্ন
স্বপ্ন আছে সবার চোখে স্বপ্ন সবার প্রাণে
স্বপ্ন আছে ফুলের মাঝে ভৈরবীদের গানে।
স্বপ্ন আছে মায়ের চোখে স্বপ্ন বাবা চোখে
স্বপ্ন আছে মানব শিশুর স্বপ্ন জগৎলোকে।
আকাশ ঘিরে স্বপ্ন যেমন সূর্য তারার মাঝে
মেঘের মাঝে স্বপ্ন তেমন মাতাল হওয়ায় সাজে।
ফুলের মাঝে স্বপ্ন যেমন সুগন্ধিতে ভাসে
শিশু বুকের স্বপ্ন তেমন মিঠিল রোদে হাসে।
একদিন শিশু বড়ো হবে বৃক্ষ সরূপ হয়ে
স্বদেশ গড়ার মন্ত্র হবে গর্ভ বুকে লয়ে।
দেশের মাঝে দশের কাজে স্বপ্ন বুকে করে
স্বর্ণ এদেশ ভরবে মানব নিজের হাতে গড়ে।
স্বপ্ন আছে নদীর বুকে স্বপ্ন ফুলে ফুলে
স্বপ্ন আছে পশু পাখির দোলন হওয়ায় দোলে।
বাবা মায়ের স্বপ্ন যেমন শিশু বড় হবে
ভক্ত সমাজ বিশ্ব মাঝে স্বর্ণ মুকুট লবে।
একই স্বপ্ন সবার চলবে ভাই বোনেদের মনে
ভবীর সাথে সুখে দুঃখে চলবে ক্ষনে ক্ষণে।
স্বপ্ন ভাসে ঘুমের মাঝে নিশিত নিঝুম রাতে
স্বপ্ন দেখে আকাশ তারা জোনাক নিয়ে সাথে।
স্বপ্ন তারা স্বপ্ন প্রাণ স্বপ্ন সবার আগে
স্বপ্ন ছাড়া বেকার জীবন লাগে এমন কাজে।
তাইতো মানে চোখের কোনে স্বপ্ন ভেসে আসে
স্বপ্ন জয় স্বপ্ন ময় স্বর্গলোকে ভাসে।
স্বপ্ন আকাশ স্বপ্ন বাতাস স্বপ্ন গগন তারা
স্বপ্ন যাদের ছিল মনে কেবল সফল তারা।
স্বপ্ন আছে ফুলের মাঝে ভৈরবীদের গানে।
স্বপ্ন আছে মায়ের চোখে স্বপ্ন বাবা চোখে
স্বপ্ন আছে মানব শিশুর স্বপ্ন জগৎলোকে।
আকাশ ঘিরে স্বপ্ন যেমন সূর্য তারার মাঝে
মেঘের মাঝে স্বপ্ন তেমন মাতাল হওয়ায় সাজে।
ফুলের মাঝে স্বপ্ন যেমন সুগন্ধিতে ভাসে
শিশু বুকের স্বপ্ন তেমন মিঠিল রোদে হাসে।
একদিন শিশু বড়ো হবে বৃক্ষ সরূপ হয়ে
স্বদেশ গড়ার মন্ত্র হবে গর্ভ বুকে লয়ে।
দেশের মাঝে দশের কাজে স্বপ্ন বুকে করে
স্বর্ণ এদেশ ভরবে মানব নিজের হাতে গড়ে।
স্বপ্ন আছে নদীর বুকে স্বপ্ন ফুলে ফুলে
স্বপ্ন আছে পশু পাখির দোলন হওয়ায় দোলে।
বাবা মায়ের স্বপ্ন যেমন শিশু বড় হবে
ভক্ত সমাজ বিশ্ব মাঝে স্বর্ণ মুকুট লবে।
একই স্বপ্ন সবার চলবে ভাই বোনেদের মনে
ভবীর সাথে সুখে দুঃখে চলবে ক্ষনে ক্ষণে।
স্বপ্ন ভাসে ঘুমের মাঝে নিশিত নিঝুম রাতে
স্বপ্ন দেখে আকাশ তারা জোনাক নিয়ে সাথে।
স্বপ্ন তারা স্বপ্ন প্রাণ স্বপ্ন সবার আগে
স্বপ্ন ছাড়া বেকার জীবন লাগে এমন কাজে।
তাইতো মানে চোখের কোনে স্বপ্ন ভেসে আসে
স্বপ্ন জয় স্বপ্ন ময় স্বর্গলোকে ভাসে।
স্বপ্ন আকাশ স্বপ্ন বাতাস স্বপ্ন গগন তারা
স্বপ্ন যাদের ছিল মনে কেবল সফল তারা।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোঃ নূর ইমাম শেখ বাবু ১৪/১০/২০১৮বেশ লেগেছে কবি।
-
মুহাম্মদ মোজাম্মেল হোসেন ১৩/০৯/২০১৮অনেক সুন্দর।