নারী বিদ্রোহ
জাগো নারী জাগো রক্ত চক্ষু কর লাল, দাঁড়াও রুখে তীক্ষ্ণ বুকে শক্ত ধার হল। ভয় পেয়েও না রুখে দাঁড়াও হাতে নিয়ে লাঠি অপরাধের পুরুষ তারাও ভেঙ্গে বুকের ছাতি। নিজের বিচার নিজে করো শক্ত করো মনবল রাজনীতি আর লালুপাতায় থাকবেনাকো কোনো ছল। হবে কোনো নারী হরণ পাবে নারী মান গর্জে উঠুক প্রতিধ্বনি বাচাঁও নিজের প্রাণ। সকল নারী ঝাঁসি হয়ে ঝাঁপিয়ে পড় কাজে তবেই নারী বাঁচতে পারে দুষ্ট সমাজ মাঝে। ভয় পেয়েওনা এগিয়ে চলো সঙ্গে তোমার আছি শক্ত হাতে মুষ্টি ধরো হবেনা প্ররবাসী। হবেনা রেপ নারী পাচার নারী হেলা তোমরা যদি রুখে দাড়াও আসবে সুখের ভেলা। নিজ শক্তি নিজ মনবল নিজেকে শক্ত করো প্রতিবাদীর মশাল সরূপ নারী স্বত্ব গড়। তোমরা নারী ছোট্ট নয় ভর্তি মনে দম তোমরা নারী পুরুষ সমান নেই কিছুতে কম। আওয়াজ তুলো রুখে দাঁড়াও প্রতিবাদী মুখ তোমরা নারী এক হয় যদি আসবে ঘরে সুখ। বিদ্রোহীনি দূর্গা রুপি ভয় পেওনা লাজে ঝাঁসি তুমি মাটাঙ্গিনী প্রমান হোক তোমার কাজে
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
রাকিব ইমতিয়াজ. ১২/০৯/২০১৮চমৎকার
-
ডঃ নাসিদুল ইসলাম ১২/০৯/২০১৮এক দম ঠিক বলেছেন, ধন্যবাদ
-
প্রসেনজিত সরকার ১২/০৯/২০১৮এইরকম-ই হওয়া দরকার। আপনার কবিতাটি পড়ে অনেক ভাল লাগল।