www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

কাঙাল জাত

দুরন্ত দগ্ধ কুমভিত, অবহেলিত এ মানব সমাজ সজাগ হও,
থাকিস নারে কষ্টি পাথর হয়ে,
তাহলে তুই মরেও শান্তি পাবিনা,পবিনারে তারা,
যার জন্য নিজেকে করিলি কাল।
তিলে তিলে আত্ম যন্তনার নির্মম আঘাত সহ্য করিল,
কিন্তু পেলে কি?

আর কতকাল সহিবি রে তুই মনব অপমান?
জাগ জাগরে এ মানব সমাজ,
তোর মুখ চেয়ে বসে আছে রাতের চাঁদ,
সকালের সিনিদ্ধ বাতাস,
ফুটন্ত গাছের ফুল,
গোধূলি রাঙা সোনালী বিকেল
সবাই চাই তোর মুখে আবার নতুন হাসি ফুটে উঠুক
কিরে পারবিনা?
ঐ দেখ তোর জন্য কত আয়োজন
তোর মুখ চেয়ে বসে আছে বসন্তের ফুল,
প্রভাতের শিশির, পাখিদের কুঞ্জন
কত নর নারী তোর পথ চেয়ে দাঁড়িয়ে আছে,
থালা ভর্তি মিঠাই, ও হাজার ফুলের মালা নিয়ে।
আজ তারা কাঙাল, অন্ন হীন, বস্ত্র হীন, জল হীন
তাইতো তারা ভিক্ষার ঝুলি হাতে করে চাইছে তোর প্রভুত্ব, তোর অফুরন্ত দান।

কিরে হাসবিনা? কিছু তো বল,
জানি আমি তোর দুঃখের কথা
এদেখ তুই দিয়েছিস কি, অন্ন, বস্ত্র, বাসস্থান,
কিন্তু সেসব কোথায়? কোথায় তোর অকৃত্তিম দান,
আজতো মোর পথের কাঙাল,
তাই তো করজোড়ে ভিক্ষা চাইছি,
জানি তোর কোনো দোষ নেই,
সব দোষ মোদের, মোর স্বীকার করছি,

দিনের পর দিন নোংরা আবর্জনায়,
তোকে করেছি কলঙ্কিত, প্রাণের শেষ স্পন্দ আজ ক্ষুণ্ন,
সবকিছু আজ বিষাক্ত খাদ্য জল অন্ন ও জীবনদায়ী অক্সিজেন,
করে তুলেছি কলঙ্কিত, রক্ত পিপাসু অত্যাচারে,
ভেঙেছি তোর নরম হৃদয়, অমানবিক আচরণে,
আজ ভূমি ক্ষেত্র হীন, পশু পাখি অন্ন হীন,
কিরে জাগবিনা?
কথা দিচ্ছি আর কোনো অত্যাচার করিবো না
করিবোনা দূষিত জল, কাটিবোনা সুবজ শ্যামল,
করিবো সোনার শস্য চাষ, লাগাবো গাছ মানব প্রাণ,
ছড়িয়ে যাবো মানব প্রেম, বেসে যাবো ভালো
তুলো গড়ে শুদ্ধ সমাজ ছড়িয়ে জ্ঞানের আলো।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৪৬৫ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১১/০৯/২০১৮

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast