আসবে কবে
বলনা তুমি আসবে কবে আসে আমার কাছে
বাসবে কবে ভালো আমায় থাকবে আমার সাথে।
বলবো যত মনের কথা লুকিয়ে আছে মনে
হারিয়ে যাবো তোমার প্রেমে ভূমরের গুঞ্জনে।
প্রথম দেখায় বলবো আমার প্রেমের কথা
দূর হয়ে যাবে আমার বিরহ যত ব্যাথা।
নিথর নয়ন চেয়ে আছে চোরাস্তার দিকে
বলনা প্রিয়া আসবে কখন, আপন করে নিতে।
সেই আশাতে দিন গুনে মন ভাবে তোমার কথা
কখন জানি কোথায় প্রিয়া হবে মোদের দেখা।
বলবো কথা চোখের পাতায় মিষ্টি মুখে হাসি
দেব গোলাপ তোমার হাতে বলবো ভালোবাসি।
রাখবো ধরে আপন করে আমার হৃদয় নীড়ে
আঁকবো স্বপ্ন তুলি হাতে তোমার স্মৃতি ঘিরে।
হারাবো আমি তোমার রূপে তোমার প্রেমের মাঝে
তাইতো এমন তোমায় খুঁজে সকল দুপুর সাঝে।
কোথায় আছো প্রিয়া বলো আছো কত দূরে
তোমার প্রিয় ডাকছে শুনো ভালোবাসার সুরে।
ধর্য নাহি ধরে মন বিরহ ব্যাথা বাড়ে
কখনো প্রিয়া দিবে দেখা আসবে আমার ঘরে।
জানো প্রিয়া আমার বাঁচা কেবল তোমার জন্য
তোমায় কাছে পেলে প্রিয়া হৃদয় হবে ধন্য।
এসো কাছে ওগো প্রিয়া প্রিয় তোমার ডাকে
তোমার প্রিয় খুঁজে ফিরে সুদূর নদির বাঁকে।
আর কতদিন থাকবো বলো নীরব হয়ে একা
কখন কবে কোথায় প্রিয়া হবে মোদের দেখা।
বাসবে কবে ভালো আমায় থাকবে আমার সাথে।
বলবো যত মনের কথা লুকিয়ে আছে মনে
হারিয়ে যাবো তোমার প্রেমে ভূমরের গুঞ্জনে।
প্রথম দেখায় বলবো আমার প্রেমের কথা
দূর হয়ে যাবে আমার বিরহ যত ব্যাথা।
নিথর নয়ন চেয়ে আছে চোরাস্তার দিকে
বলনা প্রিয়া আসবে কখন, আপন করে নিতে।
সেই আশাতে দিন গুনে মন ভাবে তোমার কথা
কখন জানি কোথায় প্রিয়া হবে মোদের দেখা।
বলবো কথা চোখের পাতায় মিষ্টি মুখে হাসি
দেব গোলাপ তোমার হাতে বলবো ভালোবাসি।
রাখবো ধরে আপন করে আমার হৃদয় নীড়ে
আঁকবো স্বপ্ন তুলি হাতে তোমার স্মৃতি ঘিরে।
হারাবো আমি তোমার রূপে তোমার প্রেমের মাঝে
তাইতো এমন তোমায় খুঁজে সকল দুপুর সাঝে।
কোথায় আছো প্রিয়া বলো আছো কত দূরে
তোমার প্রিয় ডাকছে শুনো ভালোবাসার সুরে।
ধর্য নাহি ধরে মন বিরহ ব্যাথা বাড়ে
কখনো প্রিয়া দিবে দেখা আসবে আমার ঘরে।
জানো প্রিয়া আমার বাঁচা কেবল তোমার জন্য
তোমায় কাছে পেলে প্রিয়া হৃদয় হবে ধন্য।
এসো কাছে ওগো প্রিয়া প্রিয় তোমার ডাকে
তোমার প্রিয় খুঁজে ফিরে সুদূর নদির বাঁকে।
আর কতদিন থাকবো বলো নীরব হয়ে একা
কখন কবে কোথায় প্রিয়া হবে মোদের দেখা।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মো: শরীফ হোসেন ১০/০৯/২০১৮সুন্দর হয়েছে
-
আশা মনি ১০/০৯/২০১৮nice
-
মহিউদ্দিন রমজান ১০/০৯/২০১৮Sundor