বৃষ্টি ও বৃষ্টি (গান)
বৃষ্টি ও বৃষ্টি দেখতে তুমি সুন্দর কেনো কেনো এত মিষ্টি।
ঝর ঝরা ঝর তুমি ভরিয়ে মোদের দৃষ্টি
কোথা থেকে আসো তুমি কেবা তোমার সৃষ্টি?
বৃষ্টি ও বৃষ্টি বর্ষা হয়ে ঝর কেন কেনো এতো মিষ্টি?
আকাশ প্রাণের জন্ম তোমার সৃষ্টি মেঘের ধরা
তোমার দানে খেলা করে কতনা জল ধারা।
বৃষ্টি ও বৃষ্টি মহান তোমার সৃষ্টি
সবার মাঝে প্রকৃতি প্রেমে জুড়াও মোদের দৃষ্টি।
অপরূপ তোমার সৃষ্টি ওগো সত্যি তুমি মিষ্টি ।
সন সন সুরে ভরিয়ে তুলো মোদের দুটি আখি
সেই সুরতে আদলতে গাইতে বসে পাখি।
বৃষ্টি ও বৃষ্টি সত্যি তুমি খুব মিষ্টি
কোথায় থেকে আসো তুমি কেবা তোমার সৃষ্টি?
বৃষ্টি ও বৃষ্টি ...
দারুন তুমি দেখতে ওগো অপরূপ তোমার সৃষ্টি।
ঠান্ডা হওয়া আলতো গায়ে ভিজতে দারুন লাগে
তোমার ছোয়া পরশ তরে প্রেমের জোয়ার জাগে।
বৃষ্টি ও বৃষ্টি দেখতে তুমি সুন্দর কেনো কেনো এত মিষ্টি?
প্রকৃতি প্রেমে খোদার দানে ভরাও মোদের দৃষ্টি
বৃষ্টি ও বৃষ্টি সত্যি তুমি সুন্দর ওগো
কেন এত মিষ্টি.... ও বৃষ্টি ও বৃষ্টি......।
ঝর ঝরা ঝর তুমি ভরিয়ে মোদের দৃষ্টি
কোথা থেকে আসো তুমি কেবা তোমার সৃষ্টি?
বৃষ্টি ও বৃষ্টি বর্ষা হয়ে ঝর কেন কেনো এতো মিষ্টি?
আকাশ প্রাণের জন্ম তোমার সৃষ্টি মেঘের ধরা
তোমার দানে খেলা করে কতনা জল ধারা।
বৃষ্টি ও বৃষ্টি মহান তোমার সৃষ্টি
সবার মাঝে প্রকৃতি প্রেমে জুড়াও মোদের দৃষ্টি।
অপরূপ তোমার সৃষ্টি ওগো সত্যি তুমি মিষ্টি ।
সন সন সুরে ভরিয়ে তুলো মোদের দুটি আখি
সেই সুরতে আদলতে গাইতে বসে পাখি।
বৃষ্টি ও বৃষ্টি সত্যি তুমি খুব মিষ্টি
কোথায় থেকে আসো তুমি কেবা তোমার সৃষ্টি?
বৃষ্টি ও বৃষ্টি ...
দারুন তুমি দেখতে ওগো অপরূপ তোমার সৃষ্টি।
ঠান্ডা হওয়া আলতো গায়ে ভিজতে দারুন লাগে
তোমার ছোয়া পরশ তরে প্রেমের জোয়ার জাগে।
বৃষ্টি ও বৃষ্টি দেখতে তুমি সুন্দর কেনো কেনো এত মিষ্টি?
প্রকৃতি প্রেমে খোদার দানে ভরাও মোদের দৃষ্টি
বৃষ্টি ও বৃষ্টি সত্যি তুমি সুন্দর ওগো
কেন এত মিষ্টি.... ও বৃষ্টি ও বৃষ্টি......।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মধু মঙ্গল সিনহা ১২/০৯/২০১৮বাহ! খুব সুন্দর ছড়া।
-
অলি শর্ম্মা ১০/০৯/২০১৮Darun hoyeche
-
প্রসেনজিত সরকার ১০/০৯/২০১৮অপূর্ব