মা
মা নামটি মিষ্টি মধুর শুনতে দারুন লাগে
তুমি তো মা জীবন ধাত্রী সালাম জানায় আগে।
তোমার রক্তে জন্ম মাগো দশ মাস দশ দিন পরে
প্রসাব জ্বালায় হাসিমুখে আনলে আলো ঘরে।
সহিলে তুমি অনেক কষ্ট মৃত্যু শয্যা মুখী
ছোট্ট শিশুর জন্ম দিয়ে কতনা তুমি সুখী।
তোমার রক্ত দুদ্ধে মাগো আমার জীবনের আশা
তোমার প্রেম প্রীতি মাগো আমার ভালোবাসা।
দুঃখ কষ্টের মাঝে মাগো ফুটিয়েছ মুখে হাসি
শারজাহান ভূবন মাঝে তোমাকে ভালবাসি।
মাগো তুমি মায়াময়ী কোমল ফুলের মত
সবকিছু আজ তোমারি দান আমার আছে যত।
তোমার রক্তে তোমার মাংসে আমার বদন খানা
তোমার নামের মধু মাগো আমার বাঁচার দানা।
তুমিতো জান তুমিতো প্রাণ তুমি বাঁচার আলো
তোমার দানের আলোতে মা দেখছি সবি ভালো।
লক্ষ ঝিনুক সাগর মাঝে তুমি একটি জ্বালা মতি
তুমি আমার জীবন মরন আমার চোখের জ্যোতি।
তুমি তো মা জীবন ধাত্রী সালাম জানায় আগে।
তোমার রক্তে জন্ম মাগো দশ মাস দশ দিন পরে
প্রসাব জ্বালায় হাসিমুখে আনলে আলো ঘরে।
সহিলে তুমি অনেক কষ্ট মৃত্যু শয্যা মুখী
ছোট্ট শিশুর জন্ম দিয়ে কতনা তুমি সুখী।
তোমার রক্ত দুদ্ধে মাগো আমার জীবনের আশা
তোমার প্রেম প্রীতি মাগো আমার ভালোবাসা।
দুঃখ কষ্টের মাঝে মাগো ফুটিয়েছ মুখে হাসি
শারজাহান ভূবন মাঝে তোমাকে ভালবাসি।
মাগো তুমি মায়াময়ী কোমল ফুলের মত
সবকিছু আজ তোমারি দান আমার আছে যত।
তোমার রক্তে তোমার মাংসে আমার বদন খানা
তোমার নামের মধু মাগো আমার বাঁচার দানা।
তুমিতো জান তুমিতো প্রাণ তুমি বাঁচার আলো
তোমার দানের আলোতে মা দেখছি সবি ভালো।
লক্ষ ঝিনুক সাগর মাঝে তুমি একটি জ্বালা মতি
তুমি আমার জীবন মরন আমার চোখের জ্যোতি।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মহিউদ্দিন রমজান ১০/০৯/২০১৮সুন্দর