খোদার মহান সৃষ্টি
সৃষ্টি তোমার অপরূপ দেখাতে দারুন লাগে,
এমন বুঝি ছিল সবই জন্মা লগ্নের আগে।
সৃষ্টি লগ্নে ছিলে গ্যাস আর শুষ্ক ধূলিকণা
অনেক তাহার প্রমান আছে যায়না তাহা গুনা।
ধীরে ধীরে ধাপে ধাপে হলে গ্যাস পিন্ড
নেবুলা তার নামযে হলো পরে শিলা খন্ড।
এখন তুমি সবুজ শ্যামল পূর্ন তরুর দেশ
জীব জন্তু পশু পাখি সবাই আছে বেশ।
তোমায় ঠায় নদী নালা ছোট্ট খাল আর বিল
তোমায় পেয়ে ফিঙে নাচে উড়ে শালিক চিল।
পাঁচটি দিলে মহাসাগর সাতটি ভুত্বক দান
বৃষ্টি সরূপ জল দিলে আজ বাঁচাও মোদের প্রাণ।
মহান তোমার সৃষ্টির দানে অপরূপ তোমার সৃষ্টি
গরম দিনে দিলে হওয়া দিলে মেঘের বৃষ্টি।
অন্ধে দিলে চন্দ্র তারা দিনে রবির আলো
সৃষ্টি তোমার বিশ্ব মাঝে সবই দেখায় ভালো।
শপত করি রাখবো ধরি তোমার দেওয়া দান
গড়বো সবুজ সোনার এ দেশ রাখতে তোমার মান।
তাইতো তুমি মহান খোদা মহৎ তোমার সৃষ্টি
ফুলের মধ্যে মধু দিলে ফলের মধ্যে মিষ্টি।
এমন বুঝি ছিল সবই জন্মা লগ্নের আগে।
সৃষ্টি লগ্নে ছিলে গ্যাস আর শুষ্ক ধূলিকণা
অনেক তাহার প্রমান আছে যায়না তাহা গুনা।
ধীরে ধীরে ধাপে ধাপে হলে গ্যাস পিন্ড
নেবুলা তার নামযে হলো পরে শিলা খন্ড।
এখন তুমি সবুজ শ্যামল পূর্ন তরুর দেশ
জীব জন্তু পশু পাখি সবাই আছে বেশ।
তোমায় ঠায় নদী নালা ছোট্ট খাল আর বিল
তোমায় পেয়ে ফিঙে নাচে উড়ে শালিক চিল।
পাঁচটি দিলে মহাসাগর সাতটি ভুত্বক দান
বৃষ্টি সরূপ জল দিলে আজ বাঁচাও মোদের প্রাণ।
মহান তোমার সৃষ্টির দানে অপরূপ তোমার সৃষ্টি
গরম দিনে দিলে হওয়া দিলে মেঘের বৃষ্টি।
অন্ধে দিলে চন্দ্র তারা দিনে রবির আলো
সৃষ্টি তোমার বিশ্ব মাঝে সবই দেখায় ভালো।
শপত করি রাখবো ধরি তোমার দেওয়া দান
গড়বো সবুজ সোনার এ দেশ রাখতে তোমার মান।
তাইতো তুমি মহান খোদা মহৎ তোমার সৃষ্টি
ফুলের মধ্যে মধু দিলে ফলের মধ্যে মিষ্টি।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
অলি শর্ম্মা ০৯/০৯/২০১৮Darun hoyeche
-
রুমা চৌধুরী ০৯/০৯/২০১৮খুব সুন্দর। বিজ্ঞান ও ঈশ্বরের সৃষ্টি এই বিশ্ব। খুব সুন্দর বর্ণনা ।
শুভেচ্ছা রইল। -
হাদী মুহাম্মাদ রকিব উদ্দীন ০৯/০৯/২০১৮শপত করি রাখবো ধরি তোমার দেওয়া দান
গড়বো সবুজ সোনার এ দেশ রাখতে তোমার মান।
তাইতো তুমি মহান খোদা মহৎ তোমার সৃষ্টি
ফুলের মধ্যে মধু দিলে ফলের মধ্যে মিষ্টি।
সুন্দর