আমরা মানুষ
আমরা মানুষ মনুষত্ব মোদের পরিচয়,
আমরা হিন্দু অথবা মুসলিম এ যে মোদের পরাজয়।
আমরা জৈন অথবা বৌদ্ধ এযে মোদের বুঝা ভুল,
এযে সত্য আমরা বন্ধু আমরা মানুষ আমরা ফোটা ফুল।
আমরা বন্ধু আমরা মানুষ এক রক্ত মাংসে গড়া,
মনুষত্বের কাহিনীতে আছেযে অনেক ছড়া।
সৃষ্টি লগ্নে মানুষ মোর মনুষত্ব মানুষ পরিচয়,
জাতির ধর্ম নির্বিশেষ মনুষত্ব জগৎ কর জয়।
আমরা বন্ধু আমরা মানুষ মোদের জয় গান
আমরা জীবন বাঁচার মাঝে লুকিয়ে আছে অমূল্য ধন।
আমরা হাসি আমরা খুশি আমরা সুখের কর্ণধার,
আমরা সবাই মিলে মিশে গড়বো মানব স্বর্ণঘর।
এসো কাছে বুকের মাঝে সকল মানব ভাই
ভুলি জাতি বিদ্বেষ এক সঙ্গে এক থালাতে খাই।
আমরা হিন্দু অথবা মুসলিম এ যে মোদের পরাজয়।
আমরা জৈন অথবা বৌদ্ধ এযে মোদের বুঝা ভুল,
এযে সত্য আমরা বন্ধু আমরা মানুষ আমরা ফোটা ফুল।
আমরা বন্ধু আমরা মানুষ এক রক্ত মাংসে গড়া,
মনুষত্বের কাহিনীতে আছেযে অনেক ছড়া।
সৃষ্টি লগ্নে মানুষ মোর মনুষত্ব মানুষ পরিচয়,
জাতির ধর্ম নির্বিশেষ মনুষত্ব জগৎ কর জয়।
আমরা বন্ধু আমরা মানুষ মোদের জয় গান
আমরা জীবন বাঁচার মাঝে লুকিয়ে আছে অমূল্য ধন।
আমরা হাসি আমরা খুশি আমরা সুখের কর্ণধার,
আমরা সবাই মিলে মিশে গড়বো মানব স্বর্ণঘর।
এসো কাছে বুকের মাঝে সকল মানব ভাই
ভুলি জাতি বিদ্বেষ এক সঙ্গে এক থালাতে খাই।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মুহাম্মদ মোজাম্মেল হোসেন ১০/০৯/২০১৮
-
অলি শর্ম্মা ০৯/০৯/২০১৮Sundor hoyeche
-
মোঃ নূর ইমাম শেখ বাবু ০৯/০৯/২০১৮দারুন
লিখতে থাকুন,আর পড়তে থাকুন অন্যকে
এভাবে এগিয়ে যাবেন সম্মুখে.....