হিন্দু মুসলিম ভাই ভাই
হিন্দু মুসলিম ভাই ভাই এক গায়েতে বাস,
এক সাথেতে খেলা ধুলা এক মাঠেতে চাষ।
এক সাথে যায় বিদ্যালয়ে এক ঘাটের খাই জল
এক বাজার থেকে কিনে আনি এক গাছের ফল।
এক সাথে যাই মাঠে ঘটে এক সাথেতে ঘুরি
সকল দুপুর সন্ধ্যা বেলায় এক থালে খায় মুড়ি।
হিন্দু মুসলিম মানুষ মোর এক রক্তে মাংসে গড়া
তাদের অমর কাহিনীতে আছে অনেক চড়া।
এক ধরণী মায়ে থাকি এক মায়েতে খাই
মরণ পরে সবাই মিলে এক জাগাতে যায়।
তবে কেন এত অভিমান কেন কাটা কাটি
কেন মোর ধর্ম নিয়ে রাজনীতিতে হাটি?
রাজনেতারা ধর্ম নিয়ে করছে রক্ত খেলা
বিভেদ মাঝে প্রাণের বলি হচ্ছে সারা বেলা।
আর কত কাল এমন হবে মানুষ কাটা কাটি?
ধর্মের নাম রাজনীতি আর পৃথক পাটা পাটি?
আমরা মানুষ হিন্দ মুসলিম রক্তে নাহিে ভেদ
তবে কেন ধর্ম নিয়ে পৃথক পৃথক জেদ?
আমরা মানুষ মানব ধর্ম সবার আগে ভাই
এসো কাছে বুকের মাঝে মিলন গীত গায়।
আর নয় জাতি ভেদ এসো মোর ভাই
ভুলি হীনজাতি বিদ্বেষ এক সাথে এক থালা তে খাই।
এক সাথেতে খেলা ধুলা এক মাঠেতে চাষ।
এক সাথে যায় বিদ্যালয়ে এক ঘাটের খাই জল
এক বাজার থেকে কিনে আনি এক গাছের ফল।
এক সাথে যাই মাঠে ঘটে এক সাথেতে ঘুরি
সকল দুপুর সন্ধ্যা বেলায় এক থালে খায় মুড়ি।
হিন্দু মুসলিম মানুষ মোর এক রক্তে মাংসে গড়া
তাদের অমর কাহিনীতে আছে অনেক চড়া।
এক ধরণী মায়ে থাকি এক মায়েতে খাই
মরণ পরে সবাই মিলে এক জাগাতে যায়।
তবে কেন এত অভিমান কেন কাটা কাটি
কেন মোর ধর্ম নিয়ে রাজনীতিতে হাটি?
রাজনেতারা ধর্ম নিয়ে করছে রক্ত খেলা
বিভেদ মাঝে প্রাণের বলি হচ্ছে সারা বেলা।
আর কত কাল এমন হবে মানুষ কাটা কাটি?
ধর্মের নাম রাজনীতি আর পৃথক পাটা পাটি?
আমরা মানুষ হিন্দ মুসলিম রক্তে নাহিে ভেদ
তবে কেন ধর্ম নিয়ে পৃথক পৃথক জেদ?
আমরা মানুষ মানব ধর্ম সবার আগে ভাই
এসো কাছে বুকের মাঝে মিলন গীত গায়।
আর নয় জাতি ভেদ এসো মোর ভাই
ভুলি হীনজাতি বিদ্বেষ এক সাথে এক থালা তে খাই।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
জামিল আবেদ ১৮/০৯/২০১৮সবার প্রাথমিক পরিচয় মানুষ