www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

নারীর চাওয়া-পাওয়া (১)

নারী চায় -----
তার পছন্দের পুরুষের কাছে নিজেকে মেলে ধরতে
সেই পুরুষের প্রিয় গোয়েন্দাকাহিনীর সদ্য প্রকাশিত হওয়া বই-এর মতন করে
তার পছন্দের পুরুষ প্রাণভরে আঘ্রাণ করুক ভাঁট ফুলের গন্ধ মাখানো প্রতিটি অপড়া পাতা
ভাল করে নাড়া-চাড়া করুক, উলটে –পালটে দেখুক
খুঁটিয়ে খুঁটিয়ে পড়ুক প্রতিটি অদেখা পাতা – প্রতিটি অজানা লাইন
প্রতিটি পাতার পরতে পরতে যে রোমাঞ্চ আছে,                              
যে আনন্দ আছে তা তারিয়ে তারিয়ে উপভোগ করুক                      
আনন্দ নিক, রোমাঞ্চিত হোক ,তৃপ্তি পাক ---
তাহলেই তারও পরমতৃপ্তি , অমৃতসুখানুভূতি --------
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৮০৫ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২১/১২/২০১৬

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • বুঝলাম
  • সাবিরা শাওন ২২/১২/২০১৬
    কে বলে তবে নারীর চাওয়া জটিল...দারুন হয়েছে।।
  • আব্দুল হক ২২/১২/২০১৬
    বর্ণবাদী নয়, নারী আর পুরুষ একই গুচ্ছে ফোটা দুটি রঙিন ফুল।
  • শমসের শেখ ২২/১২/২০১৬
    কবি ভালো লিখেছেন তবে এখানেই নারীর চাওয়া শেষ নয় ।
  • অমৃত সুখানুভুতি।
  • সোলাইমান ২২/১২/২০১৬
    হয়তো গভীর প্রেম বিরহে পাথরেও অশ্রু ঝরে ...
    অসাধারণ ! শুভেচ্ছা ও নিরন্তর ভালবাসা প্রিয় কবির জন্য ৷
  • ইন্তিখাব আলম ২২/১২/২০১৬
    darun.
 
Quantcast