চেনো কি ঐ পাগলটাকে
চেনো কি ওই পাগলটাকে ?
রাস্তার ধারে শুয়ে থাকে।
ভাবখানা ওর বেপরোয়া ,
নিস্পৃহতায় বুঝিয়ে দেয় স্বতন্ত্রতা ।
তোমরা যাকে আঁকড়ে ধরো,
যা- নিয়ে কোঁদল কর,
দারুন স্পর্ধায় অবজ্ঞা করে,
দেয় যে তাকে সরিয়ে দূরে।
যায় বহু মিছিল রাস্তা দিয়ে,
চেঁচায় তারা গলা ফাটিয়ে
সামনে থেকে মুখোশ পরে ,
জাতপাত ধর্মের নামে,
উস্কানি দেয় পিছনটাকে।
মাঝে মাঝে লোভ দেখাতে ,
তেমাদেরই মাথা ভাঙ্গে মাঝ দুপুরে হাটে মাঠে।
ওদের দেখে মুচকি হেসে,
পাগলাটা মুখ ঘোরায় অন্য দিকে;
জাত ধর্ম ওর জীবন থেকে কবেই গেছে মুছে,
তাওতো ও বেশ ভালোই আছে বেঁচে।
আমরা যারা গর্ব করি,
সারা জীবন টাকার পিছনে ঘুরে মরি
বাড়ি গাড়ী পাইনি বলে,
সুখ দুঃখ নিকতি দিয়ে মাপি,
তারা কি ওই পাগলটাকে চিনি?
না আছে চাল ,না আছে চুলো।
মোদের যাতে লজ্জা করে,
যাতে মোদের ভয় ধরে
নগ্ন হয়ে দিনে দুপুরে
বুক ফুলিয়ে ঘোরে।
আমরা তখন চোখ নামিয়ে,
সত্যটাকে গালি দিয়ে,
মিথ্যেটাকেই সত্য বলে ভাবি।
দেখেছো কি ওই রাস্তার মোড়ে,
ভবঘুরে পাগলাটাকে?
ভগবানও কি ভয় করে না ওকে ?
রাস্তার ধারে শুয়ে থাকে।
ভাবখানা ওর বেপরোয়া ,
নিস্পৃহতায় বুঝিয়ে দেয় স্বতন্ত্রতা ।
তোমরা যাকে আঁকড়ে ধরো,
যা- নিয়ে কোঁদল কর,
দারুন স্পর্ধায় অবজ্ঞা করে,
দেয় যে তাকে সরিয়ে দূরে।
যায় বহু মিছিল রাস্তা দিয়ে,
চেঁচায় তারা গলা ফাটিয়ে
সামনে থেকে মুখোশ পরে ,
জাতপাত ধর্মের নামে,
উস্কানি দেয় পিছনটাকে।
মাঝে মাঝে লোভ দেখাতে ,
তেমাদেরই মাথা ভাঙ্গে মাঝ দুপুরে হাটে মাঠে।
ওদের দেখে মুচকি হেসে,
পাগলাটা মুখ ঘোরায় অন্য দিকে;
জাত ধর্ম ওর জীবন থেকে কবেই গেছে মুছে,
তাওতো ও বেশ ভালোই আছে বেঁচে।
আমরা যারা গর্ব করি,
সারা জীবন টাকার পিছনে ঘুরে মরি
বাড়ি গাড়ী পাইনি বলে,
সুখ দুঃখ নিকতি দিয়ে মাপি,
তারা কি ওই পাগলটাকে চিনি?
না আছে চাল ,না আছে চুলো।
মোদের যাতে লজ্জা করে,
যাতে মোদের ভয় ধরে
নগ্ন হয়ে দিনে দুপুরে
বুক ফুলিয়ে ঘোরে।
আমরা তখন চোখ নামিয়ে,
সত্যটাকে গালি দিয়ে,
মিথ্যেটাকেই সত্য বলে ভাবি।
দেখেছো কি ওই রাস্তার মোড়ে,
ভবঘুরে পাগলাটাকে?
ভগবানও কি ভয় করে না ওকে ?
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
Anjon Ch.Acharjee ২৩/০১/২০১৭ভালো বলতেই হবে। বিষয়টি চমৎকার।
-
সাইয়িদ রফিকুল হক ১৩/০৯/২০১৬কবিতার বিষয়বস্তু চমৎকার।
-
প্রসূন রায় ১৩/০৯/২০১৬অসাধারন
-
সোলাইমান ১২/০৯/২০১৬দারুণ
-
অঙ্কুর মজুমদার ১১/০৯/২০১৬vlo...
-
জয় ১১/০৯/২০১৬বেশ
-
স্বপন রোজারিও (মাইকেল) ১১/০৯/২০১৬ভাল হয়েছ।