www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

নাফনদের স্বপ্নের কবি

নাফনদের স্বপ্নের কবি
- N. A. Jobair Mahmud - জে মাহমুদ কবিতাসমগ্র

উৎস্বর্গ: -সকল স্তরের নাফ পাড়ের কবি ও লিখিয়ে প্রাণের সখা-সখী দের জন্য।
কবিতার উপনাম: “নদীনাফের স্বপ্নের কবি”

কবিরা ঐশ্বরিক নয়, নয় ঔরষজাত
কবির প্রান, মন, আত্মা সবই স্নাত,
রেক কিসিম আছে কবি, তাদের কবিতায়
তাহার মাঝে স্বপ্নের কবি আছে জ্ঞাত সবই তায়।

স্বপ্নবাজ কবিরা নবরুপে গড়ে কলেবর
চিন্তা ও ধ্যানে মগ্ন থাকে সদা তৎপর
কিয়দংশ তারই মাঝে আছে মোজাহের
সিংহভাগই স্বপ্নবাজ যে কবি, তারাই স্বপ্নের।

নদীনাফের টেকনাফ আছে জনপদ,
নাফের কিছু কবি আছে খুবই অদ্ভুদ।
নাফের কবি বলে যেন করোনা উপহাস
এরাই করবে সোনালী বাংলার রুপালী ইতিহাস।

নামে-বেনামে, খ্যাতে-কুখ্যাতে ঘুচিত বদনাম
রচিবে একদিন বাংলার বুকে এসবের সুনাম।
নাফ পাড়েরকবিরা বলে স্বপ্নের কথা,
নাফনদী তায় স্বাক্ষী তাদের থাকবে সবই গাথা।

এই কবিরা বলে সবে, প্রেম-বিরহ কাব্য,
মাদক-নারী পাচার হলে কলমি ডগায় শ্রাব্য।
যতদিন আছে টেকনাফ, নাফের জনপদে
স্বপ্নের কবি কবে কথা সর্বদা স্নেহাস্পদে।

কবিরাই পুঁথিপপাতার পবিত্র প্রেমিক
কাব্যে-কাথায় মজবে তারা আজীবনে রসিক।
স্বপ্নবাজ নাফের তরুণ, দেখবে স্বপ্ন যাকে, যেথায়
নাফের কবি স্বপ্নের কথা বলবে নাফের বাঁকে, সেথায়।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ২৮২ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৪/১২/২০২১

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast