কতটা নিংড়ে গেলে অশ্রু গিলে হাসা যায়
আচ্ছা কতটা কষ্ট পেলে কেউ কেঁদে দেয়!
যদি কেঁদে দেয়াটা সহজ হয়
তবে বুকে কষ্ট নিয়ে সে কেনো হাসে?
কতটা নিংড়ে গেলে অশ্রু গিলে হাসা যায়
যদি হাসা যায় তবে রাতের আধাঁরে
সেই একই মানুষটা কেন কেঁদে যায়!
সবাই যখন আলো খুজেঁ তখন
সে কেনো আধাঁরকে ভালোবাসতে চায়।
তারপর আবার নতুন দিন,
আবার কেন চোখ মুছে বেচেঁ থাকার অভিনয়?
যদি কেঁদে দেয়াটা সহজ হয়
তবে বুকে কষ্ট নিয়ে সে কেনো হাসে?
কতটা নিংড়ে গেলে অশ্রু গিলে হাসা যায়
যদি হাসা যায় তবে রাতের আধাঁরে
সেই একই মানুষটা কেন কেঁদে যায়!
সবাই যখন আলো খুজেঁ তখন
সে কেনো আধাঁরকে ভালোবাসতে চায়।
তারপর আবার নতুন দিন,
আবার কেন চোখ মুছে বেচেঁ থাকার অভিনয়?
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ফয়জুল মহী ২৯/০৭/২০২১ভাল লাগলো