পাষাণমূর্তি
তুলে রাখা সেই গোলাপটি,
আর আগের মতো নেই।
সে তার মাধুর্য হারিয়েছে,
পাপড়ি গুলো গন্ধ দেই না,
তবুও রেখেছি যত্নে,
শুকনো গোলাপটি।
এখনো সেই রাস্তার মাঝে,
তোমায় দেখতে চাই।
যে রাস্তায় আর ছায়া ফেলোনা,
ধুলি গুলো তোমার ছাপ হারিয়েছে।
তবুও সে বাতাসে ওড়ে,
রাস্তার মাঝে।
পোষমানা পাখিটা আর ডাকেনা,
তোমায় না দেখতে পেয়ে।
তার কাছে আর ছুটে আসোনা,
সে সুখ হারিয়েছে,
তবুও খাচায় বন্দি,
পোষমানা পাখিটা।
আর আমিতো হাহাকার মূর্তির মতো,
ততটা শক্ত হয়ে গেছি।
তুমি আর ভাঙতে পারবেনা,
সইতে শিখেছি সবই।
তবুও বেদনা বলে তোমায়,
পাষাণমূর্তি।
আর আগের মতো নেই।
সে তার মাধুর্য হারিয়েছে,
পাপড়ি গুলো গন্ধ দেই না,
তবুও রেখেছি যত্নে,
শুকনো গোলাপটি।
এখনো সেই রাস্তার মাঝে,
তোমায় দেখতে চাই।
যে রাস্তায় আর ছায়া ফেলোনা,
ধুলি গুলো তোমার ছাপ হারিয়েছে।
তবুও সে বাতাসে ওড়ে,
রাস্তার মাঝে।
পোষমানা পাখিটা আর ডাকেনা,
তোমায় না দেখতে পেয়ে।
তার কাছে আর ছুটে আসোনা,
সে সুখ হারিয়েছে,
তবুও খাচায় বন্দি,
পোষমানা পাখিটা।
আর আমিতো হাহাকার মূর্তির মতো,
ততটা শক্ত হয়ে গেছি।
তুমি আর ভাঙতে পারবেনা,
সইতে শিখেছি সবই।
তবুও বেদনা বলে তোমায়,
পাষাণমূর্তি।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।