স্বপ্ন যা অতি ক্ষুদ্র
আমার স্বপ্ন অনেক ক্ষুদ্র
আমি তোমাদের মতো বিস্তৃত স্বপ্ন লালন করি না।
তোমাদের স্বপ্নগুলো আবেগপূর্ণ
তোমরা দীপ্ত কন্ঠে সেই স্বপ্নের কথা বলো।
কিন্তু আমি বলছি মৃদু কন্ঠে
আমার স্বপ্নের কথা, আমার সেই ক্ষুদ্র স্বপ্নের কথা।
সেই স্বপ্ন যা পূর্ণ করছে আমার নিজ সত্ত্বাকে সর্বক্ষণ,
আমি তার ঘ্রাণে ডুবে থাকব একদিন নয়, দুদিন নয় সারাজীবন।।
আমি তোমাদের মতো বিস্তৃত স্বপ্ন লালন করি না।
তোমাদের স্বপ্নগুলো আবেগপূর্ণ
তোমরা দীপ্ত কন্ঠে সেই স্বপ্নের কথা বলো।
কিন্তু আমি বলছি মৃদু কন্ঠে
আমার স্বপ্নের কথা, আমার সেই ক্ষুদ্র স্বপ্নের কথা।
সেই স্বপ্ন যা পূর্ণ করছে আমার নিজ সত্ত্বাকে সর্বক্ষণ,
আমি তার ঘ্রাণে ডুবে থাকব একদিন নয়, দুদিন নয় সারাজীবন।।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সোলাইমান ১৫/১২/২০১৬বেশ চমৎকার কথামালায় সুন্দর ছন্দে দারুণ লিখেছেন কবি। ভাল লিখুন ভাল থাকুন সবসময় প্রিয় কবি।