www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

ইন্দ্রিয়ভুল

আমার ইন্দ্রিয়গুলো খুব সচকিত হয়ে থাকে,
অনুভব করার চেষ্টা করে সকল বাহ্যিক উদ্দীপনা।
শব্দ, গন্ধ, রঙ; কিছুই বাদ রাখে না।
হঠাৎ থমকে দাড়াই, কেউ আসছে কি!
নাকি কেবলই আমার মনের ভুল।

ডানদিকে ঝাউবন, সবুজ সমারহ
বামে কয়েকটি বেঞ্চ পাতা, তাতে কতকগুলো যুবক-যুবতী গল্প করছে।
নাহ; কোন পরিবর্তন নেই।
আবহাওয়া থমথমে নয়, গুমটও নয়,
রোদ্দজ্জল আকাশ, একরাশ নীল
আগের মতই।

মনে আছে তোমার?
যখন আমরা হাত ধরে হাটতাম,
তুমি কথা বলতে আর আমি শুনতাম।
আমি কখনওই বেশি কথা বলতে পারতাম না,
আজও পারি না।
তবু আজ বড্ড কথা বলতে ইচ্ছে হচ্ছে।
শেষবার যখন কথা হয়েছিল, তুমি কাঁদছিলে,
তোমার কান্না ভেজা কণ্ঠ কেমন যেন তীব্র হয়ে আমার কানে আঘাত করছিল।
সত্যি বলতে সেদিন আমার কষ্ট হচ্ছিল না,
ভয় হচ্ছিল, ভীষণ ভয়।

নাহ; কেউ আসছে না,
আমার সচেতন ইন্দ্রিয়গুলো বারবার ভুল করে, বারবার।।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১০০২ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৯/১২/২০১৬

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • সোলাইমান ১৩/১২/২০১৬
    বেশ কবি অনেক সুন্দর
  • আব্দুল হক ১০/১২/২০১৬
    ভুল না ভূল ভাই; আমি কিন্তু জানিনা/
  • হা হা হা! তাহলে ডাক্তার দেখাতে হবে। শুভেচ্ছা।
  • অসাধারণ
 
Quantcast