গ্রামের পথ ধরে
ছোট্ট একটি গ্রাম নাম তার বিজয়নগর,
গ্রাম বললে এখন আর হবেনা শহুরে বাতাস ছুয়ে গেছে অনেক আগেই
আঁকা বাঁকা মেঠো পথ চলছে তার চার পাশ ধরে,
কে জানতো শহুরে বাতাস ছুয়ে যাবে তার মনে?
এইতো সেদিন ও দাদা বলে গেছিল
শিয়ালের হাঁক আর ঘুঁট ঘুঁটে সন্ধ্যে নামার গল্প
কিন্তু আজ অনেক বছর হল দাদা নেই,
কেউ বলেনা এখন আর সন্ধ্যে নামার গল্প।।
আজ আমিও ভাবি জীবনের এই সন্ধিখনেঃ এসে,
ফিরে পেতে চাই সেই নির্মল বাতাস, বিস্তীর্ণ মাঠ, আর খোলা জনপদ
আবার হেটে যেতে চাই সেই গ্রামের পথ ধরে।।
গ্রাম বললে এখন আর হবেনা শহুরে বাতাস ছুয়ে গেছে অনেক আগেই
আঁকা বাঁকা মেঠো পথ চলছে তার চার পাশ ধরে,
কে জানতো শহুরে বাতাস ছুয়ে যাবে তার মনে?
এইতো সেদিন ও দাদা বলে গেছিল
শিয়ালের হাঁক আর ঘুঁট ঘুঁটে সন্ধ্যে নামার গল্প
কিন্তু আজ অনেক বছর হল দাদা নেই,
কেউ বলেনা এখন আর সন্ধ্যে নামার গল্প।।
আজ আমিও ভাবি জীবনের এই সন্ধিখনেঃ এসে,
ফিরে পেতে চাই সেই নির্মল বাতাস, বিস্তীর্ণ মাঠ, আর খোলা জনপদ
আবার হেটে যেতে চাই সেই গ্রামের পথ ধরে।।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাইয়িদ রফিকুল হক ০৬/১০/২০১৮ভালোলাগা।
-
হাদী মুহাম্মাদ রকিব উদ্দীন ০৫/১০/২০১৮আমিও হেঁটে যেতে চাই
-
মোঃ নূর ইমাম শেখ বাবু ০৪/১০/২০১৮অসাধারণ।
ভাল থাকুন।