www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

উন্নয়নের জোয়ার

উন্নয়নের জোয়ার
এন.আফরিন
-----------------------

রাস্তাঘাটের চরম উন্নতি,
কোথাও দেখি বেজায় দুর্গতি।
হাটতে গেলে পায়ে বাজে
জল আর কাদার থলথলে পানি,

রাস্তাঘাটের বেজায় উন্নতি!
লাইট-ফাইটে সাজা সড়কের মাথা,
কোথাও আবার অন্ধকারের ঘেরা।

জনদুর্ভোগে, চরম উন্নতি
পায়ে হেটে কয়েকশ কিলো পারি।
আজ এসেছে চীন-রাষ্ট্রপ্রতি,
কাল হবে সম্মেলনের কাজের ছুটি।

তবুও আমরা খুশি !
চুক্তি-ফুক্তিতে এগিয়ে এক-ধাপ।
উন্নতিতে পার-আওয়ারে ১০০কিঃমিঃ গতি।

রাস্তাঘাটের চরম উন্নতি
পাবলিক বাস যে করে ঢোলা-ঢুলি!
ওস্তাদ বামে খাঁরা সামনে দাঁড়া
ডাইনে ড্রেন ,বাম বরাবর
সোজা কার্জন হল।

দুঃখিত! উন্নয়নের কাজে চলছে খোড়া-খুড়ি!
কাঁদায় পরলে আমরা কি জানি!
হবে উন্নতি আসছে বছর
পানি নামবে ড্রেনের ভিতর!
আশাবাদী দেশবাসী!
উন্নয়নের জোয়ারে ভাসছে, কারো কারো পকেট ভারি!

উন্নয়নের ধারা দূরত্বগতি!
 আমরা আশাবাদী-দেশবাসী।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৮১২ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৫/১১/২০১৬

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast