জঙলী পায়রা
আজো শহরের আকাশে উড়ে,
এক ঝাঁক জঙলী পায়রা!
পিঁচের রাস্তায় খেয়ালি পনায় উড়ে,
ফেলে যাওয়া লাল-নীল কাগজের টুকরা।
উড়ে ধূলো বালি
ছোট জীবনের গাড়ি
মুক্ত আকাশে উড়ে এক ঝাঁক জঙলী পায়রা!
উড়ে কাঁশফুল , দলছুট সাদা-ফুল।
উড়ে বেড়ায় সাদা মেঘ-মালা
কোথাও নীলাম্বরী খেলা।
এক ঝাঁক পায়রা ঝাপটায় তাদের ডানা,
আজো উড়ে বেড়ায় এক ঝাঁক জঙলী পায়রা!
আজো দেখা যায় অঙ্কুরিত শস্যের ক্ষেত
দখিনা বাতাসে নাচে ধানের শীষ!
উড়ে যায় গোবরে পোকা,
কাটবে ধানের গোড়া।
উড়ে উদ্দম হাওয়ায় প্রেয়সীর নীল-সাদা ওড়না।
উড়ে খোপার বাঁধন হারা কেশ কূল!
আজো ভাসে প্রেয়সীর কন্ঠ সুর।
এক রাশ কেশ কালো খোপার জড়ানো ফুল।
আজো শহরের আকাশে উড়ে,
এক ঝাঁক জঙলী পায়রা!
পিঁচের রাস্তায় খেয়ালি পনায় উড়ে,
ফেলে যাওয়া লাল-নীল কাগজের টুকরা।
এক ঝাঁক জঙলী পায়রা!
পিঁচের রাস্তায় খেয়ালি পনায় উড়ে,
ফেলে যাওয়া লাল-নীল কাগজের টুকরা।
উড়ে ধূলো বালি
ছোট জীবনের গাড়ি
মুক্ত আকাশে উড়ে এক ঝাঁক জঙলী পায়রা!
উড়ে কাঁশফুল , দলছুট সাদা-ফুল।
উড়ে বেড়ায় সাদা মেঘ-মালা
কোথাও নীলাম্বরী খেলা।
এক ঝাঁক পায়রা ঝাপটায় তাদের ডানা,
আজো উড়ে বেড়ায় এক ঝাঁক জঙলী পায়রা!
আজো দেখা যায় অঙ্কুরিত শস্যের ক্ষেত
দখিনা বাতাসে নাচে ধানের শীষ!
উড়ে যায় গোবরে পোকা,
কাটবে ধানের গোড়া।
উড়ে উদ্দম হাওয়ায় প্রেয়সীর নীল-সাদা ওড়না।
উড়ে খোপার বাঁধন হারা কেশ কূল!
আজো ভাসে প্রেয়সীর কন্ঠ সুর।
এক রাশ কেশ কালো খোপার জড়ানো ফুল।
আজো শহরের আকাশে উড়ে,
এক ঝাঁক জঙলী পায়রা!
পিঁচের রাস্তায় খেয়ালি পনায় উড়ে,
ফেলে যাওয়া লাল-নীল কাগজের টুকরা।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
নিয়াজ আজিজ দ্বীপ ১৫/১০/২০১৬বেশ,তবে শেষ লাইন দুটি ভাল লাগছে বেশি