নাইম আহম্মেদ
নাইম আহম্মেদ-এর ব্লগ
-
কোন রঙে আঁকা তুমি গভীর আল্পনায়
কোন স্বর্গের অপসরি তুমি আমার কল্পনায় !
তোমায় দেখে আমার হৃদয় বাঁধে হাজারো স্বপ্ন
আপন করার সুখ পাখিটাও শোনায় কিছু গল্প, [বিস্তারিত] -
চারপাশটা কেমন যেন ধূলা বন্দীর ছাচ
বিষাক্ততে নবীনবালক মগ্ন অবিরাম ।
কেহ জেগে নাই বন্দী খাচাঁয়
কেউবা তালে ঝিমায় [বিস্তারিত] -
চেয়ে দেখ ঐ দূর দিগন্তে
ভেঙেছে নদীর পাড়
ডুবেছে শত গৃহ-ঘর হায়
ভেসেছে প্রাণের দ্বার । [বিস্তারিত] -
সুরকার তুমি হতবাক কেন নিরাশের পদ পানে
কেন ছেড়ে দাও মাঝপথে হাল ভীতির কুন্তলে,
পূর্ন করো নাই কোন গান তুমি সুরের পূন্য রূপে
কেন সেই গান ভুলে গেছ আজ আধারের প্রতিরূপে । [বিস্তারিত] -
তুমি যদি চাও - হবো আমি গান
সুরেরি পুকুর পাড়ে
খেলবো আমি কাব্য খেলা
রঙিন ছন্দ নিয়ে। [বিস্তারিত] -
স্বাধীণ দেশের মানুষ মোরা
নেইকো মোদের ভয়,
নেইযে কোনো বাধা সেথায়
সবাই করবে জয় । [বিস্তারিত] -
কিছু কথা , কিছু গান
এইতো আমার সুখ
আশ্রয়ের আশা নিয়ে
বেধেছি দু-কুল । [বিস্তারিত] -
জাগো হে বঙ্গজাতী
তবেই জাগিবে বাংলা ।
সেই জাতী জাগো আজ
যে ছিলো হুংকার [বিস্তারিত]