রাঙানো মন
বহুদিন পরে হঠাৎ রোদেলা বিকালটুকু
পরিচিত সুর নিয়ে ধরা দিল,
ভেঙ্গে যাওয়া স্বপ্ন গুলো কে যেন
আকাশ আবির রঙে রাঙিয়ে গেল।
আমি বিস্মৃত আমাকে পেয়েছি খুঁজে
অচেনা শহর তাই বড় চেনা লাগে
যদি হারিয়ে যায় কোন পথের বাঁকে
জানি, প্রিয় নামে ডেকে যাবে তুমি শত অনুরাগে।
আকাশের সীমানায় গাংচিল উড়ে যায়
মন চায় আজ তার সঙ্গী হতে,
ধবধবে কাশবন শরতে রাঙানো মন
প্রাণ চাই আজ পথ হারাতে পথে।
পাহাড়ের যৌবন মন, নদী হয় চঞ্চল
শিমুল পলাশ বন খুশীতে টলমল
পাখিদের কলকল
বলে যেন, না বলা কথাটি বল।
জোনাকিরা দ্বীপ জ্বালে সন্ধ্যেরাতে
চুপিচুপি কয় কথা তারাদের সাথে
মেঘ - বাতাসেও আজ মিতালী পাতে
বসে আছি মোরা জ্যোৎস্নার অপেক্ষাতে....
পরিচিত সুর নিয়ে ধরা দিল,
ভেঙ্গে যাওয়া স্বপ্ন গুলো কে যেন
আকাশ আবির রঙে রাঙিয়ে গেল।
আমি বিস্মৃত আমাকে পেয়েছি খুঁজে
অচেনা শহর তাই বড় চেনা লাগে
যদি হারিয়ে যায় কোন পথের বাঁকে
জানি, প্রিয় নামে ডেকে যাবে তুমি শত অনুরাগে।
আকাশের সীমানায় গাংচিল উড়ে যায়
মন চায় আজ তার সঙ্গী হতে,
ধবধবে কাশবন শরতে রাঙানো মন
প্রাণ চাই আজ পথ হারাতে পথে।
পাহাড়ের যৌবন মন, নদী হয় চঞ্চল
শিমুল পলাশ বন খুশীতে টলমল
পাখিদের কলকল
বলে যেন, না বলা কথাটি বল।
জোনাকিরা দ্বীপ জ্বালে সন্ধ্যেরাতে
চুপিচুপি কয় কথা তারাদের সাথে
মেঘ - বাতাসেও আজ মিতালী পাতে
বসে আছি মোরা জ্যোৎস্নার অপেক্ষাতে....
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোঃ সোহেল মাহমুদ ২৮/১১/২০২৪মুগ্ধময়।
-
ফয়জুল মহী ২৬/০৯/২০২৪বিস্ময়বিমুগ্ধ...
-
উত্তম চক্রবর্তী ২৪/০৯/২০২৪দারুণ ভাবনা।
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ২৩/০৯/২০২৪বেশ সুন্দর ভাবনা
-
আলমগীর সরকার লিটন ২৩/০৯/২০২৪বেশ ভাবনাময়