www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

শঙ্কিত হৃদয়

নিরব নিথর নিশীথিবেলা
শূন্য ঘর,খোলা জানালা
প্রকৃতিতে জাগে ঋতু বদলের পালা
ভ্রমর -পুষ্পের চলে প্রেম প্রেম খেলা।
বসন্ত দেয় হানা রুদ্ধ দ্বারে
তৃষ্ণার্ত প্রাণ রুখি কি করে?
মন বলে - কি জানি! কি হয়!
শুধু ভয় হয়,ভয় হয়।
চৌদিকে বয়ে যায় দক্ষিণা মলয়
সংশয়ে কাঁপিছে হৃদয়
যদি ভূল হয়........?
ভগ্ন হৃদয় কেঁদে কয় - না, না, না!
মিছে সব মিছে ...
এই ক্ষনিকের মোহ কেটে যাবে
আবার প্রভাত হবে
ফিরে যাবে পথিক জনতার ভীড়ে
একাই রবে তখন নষ্ট নীড়ে।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৩১৩ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৮/১০/২০২২

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast