অন্তরণ(আইসোলেসন )
এ যাত্রায় যদি বেঁচে যায়..
স্বচ্ছ গভীর ঢেঊর জলে
দেখবো আমি নীল অম্বর,
কাব্য লিখবো অশ্রুজলে
অন্তরণের কঠিন প্রহর।
এ যাত্রায় যদি বেঁচে যায়....
গাঁযের পথে ধানের ক্ষেতে
মুখ গুজিয়ে ঘ্রাণ নিবো,
বৃষ্টি ভেজা আম্র বনে
প্রাণ খুলে শ্বাস নিবো।
এ যাত্রায় যদি বেঁচে যায়....
নদীর ধারে বটের তলে
একটা সুখ নিদ্রা দিব,
নিদ্রা শেষে নদীর জলে
আদুল গায়ে সাঁতার দিব।
এ যাত্রায় যদি বেঁচে যায়....
বিগত ভুলগুলো সব শুধরে
স্নিগ্ধ জোছনায় মন রাঙাবো,
নীল শাড়ি ,লাল টিপে
সমুদ্র জলে পা ভিজাবো।
এ যাত্রায় যদি বেঁচে যায়....
শ্বেত পাহাড়ের মেঘ ছুঁয়ে
ভালোবাসার শপথ নিবো,
ভুল মানুষকে ভুলে গিয়ে
নতুন করে স্বপ্ন সাজাবো।
আর
এ যাত্রায় যদি না বাঁচি...
ধরত্রীর বুকে না থাকি,
জানি ! তবুও উঠবে দিবাকর,
নষ্ট ঘড়ির মতো শুধু থমকে আমি
দূর গগণের তারা হয়ে
দেখবো তোমাদের অষ্টপ্রহর ।
স্বচ্ছ গভীর ঢেঊর জলে
দেখবো আমি নীল অম্বর,
কাব্য লিখবো অশ্রুজলে
অন্তরণের কঠিন প্রহর।
এ যাত্রায় যদি বেঁচে যায়....
গাঁযের পথে ধানের ক্ষেতে
মুখ গুজিয়ে ঘ্রাণ নিবো,
বৃষ্টি ভেজা আম্র বনে
প্রাণ খুলে শ্বাস নিবো।
এ যাত্রায় যদি বেঁচে যায়....
নদীর ধারে বটের তলে
একটা সুখ নিদ্রা দিব,
নিদ্রা শেষে নদীর জলে
আদুল গায়ে সাঁতার দিব।
এ যাত্রায় যদি বেঁচে যায়....
বিগত ভুলগুলো সব শুধরে
স্নিগ্ধ জোছনায় মন রাঙাবো,
নীল শাড়ি ,লাল টিপে
সমুদ্র জলে পা ভিজাবো।
এ যাত্রায় যদি বেঁচে যায়....
শ্বেত পাহাড়ের মেঘ ছুঁয়ে
ভালোবাসার শপথ নিবো,
ভুল মানুষকে ভুলে গিয়ে
নতুন করে স্বপ্ন সাজাবো।
আর
এ যাত্রায় যদি না বাঁচি...
ধরত্রীর বুকে না থাকি,
জানি ! তবুও উঠবে দিবাকর,
নষ্ট ঘড়ির মতো শুধু থমকে আমি
দূর গগণের তারা হয়ে
দেখবো তোমাদের অষ্টপ্রহর ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
Md. Rayhan Kazi ০৫/০৭/২০২০সুন্দর মনোমুগ্ধকর
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ০৪/০৭/২০২০ভালো
-
ফয়জুল মহী ০৩/০৭/২০২০কমনীয় ভাবনায় সৃজনশীল লেখা
-
শ.ম.ওয়াহিদুজ্জামান ০৩/০৭/২০২০সুন্দর লেখা।
-
Jamal Zamil ০৩/০৭/২০২০এ যাত্রায় যদি বেচে যাই। আপনার কবিতার একটা সুর করবো।
-
সঞ্জয় শর্মা ০৩/০৭/২০২০দারুণ ।
তারা হবেন না আপনি,
এ যাত্রায় ঠিক দেখবেন
বেঁচে যাবেন নিশ্চয়ই...