শুরু আর শেষ
ঠিক কখন শুরু
আজ আর মনে নেই
হঁাটতে হাঁটতে বহুদুর চলে এসেছি...!
ঠিক কখন শেষ
তাও জানা নেই
তবুও হেঁটে চলি বিরামহীন ...!
জ্বালাহীন হৃদয়ে অবশিষ্ট মায়া
প্রেম খোয়া গেছে পথে
দুজনের পথ,এখন একা হেঁটে চলি
পথের পর পথ, সব যেন ধাঁধা !
এ পথ - ও পথ ঘুরে ফিরি
সব পথ শুরু আর শেষ দিয়ে বাঁধা।
আজ আর মনে নেই
হঁাটতে হাঁটতে বহুদুর চলে এসেছি...!
ঠিক কখন শেষ
তাও জানা নেই
তবুও হেঁটে চলি বিরামহীন ...!
জ্বালাহীন হৃদয়ে অবশিষ্ট মায়া
প্রেম খোয়া গেছে পথে
দুজনের পথ,এখন একা হেঁটে চলি
পথের পর পথ, সব যেন ধাঁধা !
এ পথ - ও পথ ঘুরে ফিরি
সব পথ শুরু আর শেষ দিয়ে বাঁধা।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোঃ বুলবুল হোসেন ২৭/১১/২০১৯সুন্দর কাব্য
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ২৭/১১/২০১৯দারুণ সুন্দর ভাবনা ।
অনন্যা*** -
নুর হোসেন ২৬/১১/২০১৯অসাধারন!
-
মোঃ বুলবুল হোসেন ২৬/১১/২০১৯অপূর্ব কাব্য