www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

আমারও একটা দ্বীপ ছিল

আমার একটা ছোট পৃথিবী ছিল
সেখানে একটি ছায়াঘেরা দ্বীপ,
বর্ষব্যাপী বসন্ত বিরাজমান
প্রশস্ত রাতে সর্বক্ষণ ভরা পূর্ণিমা ছিল।
-
সেখানে ....
আমলকী কেতকীর বনে পাখির কূজন
আর রুপালী নদীর স্রোতে সুরের মূর্ছনা,
জোনাকিরা দীপ জ্বালাতো সন্ধ্যা রাতে
চুপিচুপি অভিসারে যেতো তারাদের সাথে।
-
সে দ্বীপে ...
ভোরের দুর্বা ঘাসে জমতো শিশির কণা
ধানশীষের ডগায় উড়ে বেড়াতো ঘাস ফড়িং ,
শেষ বিকেলের আবছা আলোছায়ায়
খেলতো রাস্না লতা কুমুদিনীর জলে।
-
সে দ্বীপটা আমার ছিল
পৃথিবীটাও আমার
ছোটবড় সবকিছু আমার
মন্ত্রমুগ্ধের মতো ভালোবাসতাম পৃথিবীটাকে!
-
এখন দ্বীপটি অন্যের দখলে
নদীটি শুকিয়েছে, চাঁদে লেগেছে গ্রহণ
সবুজ শ্যামল দ্বীপটি এখন ধূ ধূ মরুভূমি
সেখানে চলে শুধু সাইমুমের তাণ্ডব।
-
নেই, নেই, কিছু নেই
নিকটে নেই, দূরত্বেও নেই
দ্বীপটিতে আমার অস্তিত্ব নেই
শূন্য, সব শূন্য, পৃথিবীময় শূন্যতা
শূন্য যেন বুকের বাঁ পাশটা.....।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৫০৩ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১২/০৯/২০১৯

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • ভালো।
  • nice
  • আমার ভালো লেগেছে ! একটু লম্বা হয়ে গেছে ...শর্ট করলে আরো সুপাঠ্য হতো !
    • হুম! পোস্ট করার পর আমার ও মনে হয়েছে শেষের লাইনগুলো আরেকটু সুসজ্জিত করা উচিত ছিল ।
      আসলে কবিতার দৈর্ঘ্য নিয়ে আমি কখনও চিন্তা করি নাই, ভাবের দিকে নজর ছিল বেশি।ধন্যবাদ গঠনমূলক পরামর্শ জন্য।
    • হুম! পোস্ট করার পর আমার ও মনে হয়েছে শেষের লাইনগুলো আরেকটু সুসজ্জিত করা উচিত ছিল ।
      আসলে কবিতার দৈর্ঘ্য নিয়ে আমি কখনও চিন্তা করি নাই, ভাবের দিকে নজর ছিল বেশি।ধন্যবাদ গঠনমূলক পরামর্শ জন্য।
    • জাহিরুল মিলন ১৩/০৯/২০১৯
      সুন্দর
  • বিশ্বামিত্র ১২/০৯/২০১৯
    বাঃ অপূর্ব কল্পনার জালে কবিতার সৃষ্টি।খুব সুন্দর! কবিকে অনেক ধন্যবাদ।
 
Quantcast