তোমার-আমার গল্প
ছোট একটা জীবন
ছোট্ট একটা গল্প, তোমার- আমার।
সে গল্পের,নির্ভেজাল অশ্রুটা কবির কাব্য
কপট অভিনয়টা কারো সত্তা ,
স্বার্থান্বেষী ভালবাসা একটা চরিত্র
আর আবেগটা কাব্যের উপজীব্য।
জীবনের বাঁকে বাঁকে
মানুষগুলোকে চেনা হয়,
প্রেম,প্রীতি, ভালবাসাগুলোও
মুখোশের অন্তরালে ঢাকা থাকে
তাই গল্পের অঙ্ক তাল রেখে বদল হয়!
গল্পের একপাশে শুধু অভিযোগ
মিছামিছি দোষারোপ
অন্যপাশে অসীম ক্ষমা।
প্রেমটা হীরা -কাঁচ নির্মিত দু'টি হৃদয়ের
লিখছেন অদৃশ্য কোন গল্পকার,
সেখানে রক্তাক্ত হৃদয়টা আমার
আর পরাজয়টা ছিল তোমার।
অঙ্কগুলোতে মিলন বিচ্ছেদের নেই ঘনঘটা
নেই মান,অভিমানের বাড়াবাড়ি!
ছিল শুধু অপেক্ষা মুখোমুখি বসিবার
তারপর নিস্তব্ধতা......।
গল্পটা শুধু দু'জনের
যার নেই কোন ভুমিকা
নেই শেষ অঙ্কে কোন উপসংহার
কারণ গল্পটা তোমার - আমার।
ছোট্ট একটা গল্প, তোমার- আমার।
সে গল্পের,নির্ভেজাল অশ্রুটা কবির কাব্য
কপট অভিনয়টা কারো সত্তা ,
স্বার্থান্বেষী ভালবাসা একটা চরিত্র
আর আবেগটা কাব্যের উপজীব্য।
জীবনের বাঁকে বাঁকে
মানুষগুলোকে চেনা হয়,
প্রেম,প্রীতি, ভালবাসাগুলোও
মুখোশের অন্তরালে ঢাকা থাকে
তাই গল্পের অঙ্ক তাল রেখে বদল হয়!
গল্পের একপাশে শুধু অভিযোগ
মিছামিছি দোষারোপ
অন্যপাশে অসীম ক্ষমা।
প্রেমটা হীরা -কাঁচ নির্মিত দু'টি হৃদয়ের
লিখছেন অদৃশ্য কোন গল্পকার,
সেখানে রক্তাক্ত হৃদয়টা আমার
আর পরাজয়টা ছিল তোমার।
অঙ্কগুলোতে মিলন বিচ্ছেদের নেই ঘনঘটা
নেই মান,অভিমানের বাড়াবাড়ি!
ছিল শুধু অপেক্ষা মুখোমুখি বসিবার
তারপর নিস্তব্ধতা......।
গল্পটা শুধু দু'জনের
যার নেই কোন ভুমিকা
নেই শেষ অঙ্কে কোন উপসংহার
কারণ গল্পটা তোমার - আমার।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোঃআব্দুল্লাহ্ আল মামুন ০৭/১১/২০১৮ভালোলাগলো কবিতা। সুন্দর লিখেছেন
-
সাইয়িদ রফিকুল হক ১৯/১০/২০১৮ভালোলাগা।
-
মোঃ ইমরান হোসেন (ইমু) ১৯/১০/২০১৮ওহ! বন্ধু শিমু!!
দারুণ চমকে দিয়েছ আমায়!!! -
তাবেরী ১৯/১০/২০১৮সুন্দর
-
মোঃ নূর ইমাম শেখ বাবু ১৯/১০/২০১৮তোমার আমার কাহিনীটা ভালই লেগেছে।
ধন্যবাদ। ভাল থাকুন।