দশ কুড়ির সংসার
চিঠিটা এসে ছিল রবিবারের ডাক-এ,
লিখে ছিলে তুমি ভালবাস আমাকে।
তারপর শুরু হল রঙিন সু-দিন,
ছোট ছোট কষ্টগুলোও হয়েছে বিলীন।
তখন তুমি ছিলে অষ্টাদশী তরুণ,
আমিও তখন ষোড়শ করেছি বরণ।
সুপ্ত ইচ্ছাগুলো খুলছিল পেখম,
ধীরেধীরে জানলাম সুখ কি রকম।
একদিন চারপাশে শুরু হল কানাকানি,
দুটি পরিবারে সব হল জানাজানি।
এরপর পরিবার দিল পথ বেঁকে,
একজন লন্ডন, অন্যজন হেগ-এ।
কিছুদিন মোবাইলে ছিল যোগাযোগ,
তারপর শুরু হল প্রেমের বিয়োগ।
জানলাম জীবনে এসেছে নতুন কেউ,
তাই শুনে, কান্না এলো ভেউ ভেউ।
বসন্ত এলো আমার বিরহ শেষে,
ফিরলে দেশে তুমি দেবদাস বেসে।
তোমার - আমার মিলন হবে না আবার
এখন রয়েছে আমার দশ কুড়ির সংসার।
লিখে ছিলে তুমি ভালবাস আমাকে।
তারপর শুরু হল রঙিন সু-দিন,
ছোট ছোট কষ্টগুলোও হয়েছে বিলীন।
তখন তুমি ছিলে অষ্টাদশী তরুণ,
আমিও তখন ষোড়শ করেছি বরণ।
সুপ্ত ইচ্ছাগুলো খুলছিল পেখম,
ধীরেধীরে জানলাম সুখ কি রকম।
একদিন চারপাশে শুরু হল কানাকানি,
দুটি পরিবারে সব হল জানাজানি।
এরপর পরিবার দিল পথ বেঁকে,
একজন লন্ডন, অন্যজন হেগ-এ।
কিছুদিন মোবাইলে ছিল যোগাযোগ,
তারপর শুরু হল প্রেমের বিয়োগ।
জানলাম জীবনে এসেছে নতুন কেউ,
তাই শুনে, কান্না এলো ভেউ ভেউ।
বসন্ত এলো আমার বিরহ শেষে,
ফিরলে দেশে তুমি দেবদাস বেসে।
তোমার - আমার মিলন হবে না আবার
এখন রয়েছে আমার দশ কুড়ির সংসার।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোঃ নূর ইমাম শেখ বাবু ০৬/০৯/২০১৮অসাধারণ