অভিযাত্রী
ধাবমান ট্রেনের অভিযাত্রী
ছোট ছোট স্টেশন মাড়িয়ে
ক্রমেই ছুটছে বড় জংশন পানে।
-
ট্রেনের দেড় ফুট বাই দেড় ফুট
জানলা দিয়ে দেখছে ধরণী।
কখনো অশ্বত্থ বন
কখনো জারুল, কৃষ্ণচূড়ার রং,
মাঝেমাঝে দেখা মিলে
দিগন্ত বিলাসী পর্বত মালা
যেখানে থমকে দাঁড়ায় মেঘের ভেলা।
সব মিলে যায় ট্রেনের
দেড় ফুট বাই দেড় ফুট খোলা জানলায়।
-
ছোট ছোট স্টেশন 'পরে
গতি শ্লথ হয়ে আসে
কেউ উঠে কেউ নামে
জীবন পথের যাত্রী হয়ে।
সম্বিৎ ফিরে পায়, গুরুগম্ভীর হুইসেলে
সমান্তরাল দু'টি লাইন কেঁপে কেঁপে যায়
ধাবমান চাকার নিষ্পেষণে,
ছুটছে ট্রেন বড় জংশনে।
-
সুজলা সুফলা ছায়াঘেরা পল্লীজননী
আঁকাবাঁকা পথে বহতা স্রোতস্বিনী
দিগন্ত রেখায় রামধনুও খেলে যায়,
আবার কোথাও চল্লিশ উর্ধ্ব
শকুনি কেঁদে ফিরে জীবন যন্ত্রনায়।
সব মিলে যায় ট্রেনের
দেড় ফুট বাই দেড় ফুট খোলা
জানলায়।
-
ঝিকঝিক ঝিক .........
তিনটি বড় হুইসেল দিয়ে
ফোঁস ফোঁস করে ট্রেন থেমে যায়
পৌঁছে যায় বড় জংশনে,
যাত্রী শুণ্য হয়।
অত:পর-
দেড় ফুট বাই দেড় ফুট
জানালাটা বন্ধ হয়।
ছোট ছোট স্টেশন মাড়িয়ে
ক্রমেই ছুটছে বড় জংশন পানে।
-
ট্রেনের দেড় ফুট বাই দেড় ফুট
জানলা দিয়ে দেখছে ধরণী।
কখনো অশ্বত্থ বন
কখনো জারুল, কৃষ্ণচূড়ার রং,
মাঝেমাঝে দেখা মিলে
দিগন্ত বিলাসী পর্বত মালা
যেখানে থমকে দাঁড়ায় মেঘের ভেলা।
সব মিলে যায় ট্রেনের
দেড় ফুট বাই দেড় ফুট খোলা জানলায়।
-
ছোট ছোট স্টেশন 'পরে
গতি শ্লথ হয়ে আসে
কেউ উঠে কেউ নামে
জীবন পথের যাত্রী হয়ে।
সম্বিৎ ফিরে পায়, গুরুগম্ভীর হুইসেলে
সমান্তরাল দু'টি লাইন কেঁপে কেঁপে যায়
ধাবমান চাকার নিষ্পেষণে,
ছুটছে ট্রেন বড় জংশনে।
-
সুজলা সুফলা ছায়াঘেরা পল্লীজননী
আঁকাবাঁকা পথে বহতা স্রোতস্বিনী
দিগন্ত রেখায় রামধনুও খেলে যায়,
আবার কোথাও চল্লিশ উর্ধ্ব
শকুনি কেঁদে ফিরে জীবন যন্ত্রনায়।
সব মিলে যায় ট্রেনের
দেড় ফুট বাই দেড় ফুট খোলা
জানলায়।
-
ঝিকঝিক ঝিক .........
তিনটি বড় হুইসেল দিয়ে
ফোঁস ফোঁস করে ট্রেন থেমে যায়
পৌঁছে যায় বড় জংশনে,
যাত্রী শুণ্য হয়।
অত:পর-
দেড় ফুট বাই দেড় ফুট
জানালাটা বন্ধ হয়।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
কাজী জহির উদ্দিন তিতাস ১৪/০৮/২০১৮দারুণ কবিতা
-
সাইয়িদ রফিকুল হক ১২/০৮/২০১৮ভালো।
-
মোঃ ইমরান হোসেন (ইমু) ১২/০৮/২০১৮দারুণ চমক
তারুণ্যের বন্ধুদের জন্য।।। -
সাইদ খোকন নাজিরী ১২/০৮/২০১৮লেখার মধ্যে একজন কবিকে দেখতে পাচ্ছি।অসম্ভব সাধন হোক।
-
মধু মঙ্গল সিনহা ১২/০৮/২০১৮অসাধারণ। ধন্যবাদ
-
মোঃ নূর ইমাম শেখ বাবু ১১/০৮/২০১৮দারুণ লিখেছেন।