www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

প্রতিশ্রুতি পবিত্র প্রেমের

কোন এক চৈত্রের দুপুরে
গড়েরমাঠ পেড়িয়ে
ঝিলিম নদীর তীরে,
কাঠফাটা রোদ্দুকে সাক্ষী করে
কথা দিয়েছিলেম--
বাঁধবো না তোমায় কোন প্রেমহীন বন্ধনে
এ প্রতিশ্রুতি পুত-পবিত্র প্রেমের।
-
যেদিন পাবে না খোঁজে আমায়
তোমার নয়ন নীড়ে,
প্রেমডোর যায় যদি খুলে
হরেক প্রেমের ছলে,
নুয়ে পড়ে যদি আমাদের ছোট্ট কুটির
অজানা কালবৈশাখী ঝড়ে।
-
প্রিয়তম!
সেদিন যাব চলে চুপিসারে
এই নিবিড় বন্ধন ছিঁড়ে
মিশে যাব জনতার ভীড়ে,
থাকবেনা তুমি পাশে মোর
মুছবে না কেউ আঁখি লোর,
দু'টি মন যাবে দু'টি পথে
চড়বে কোন অজানা রথে
সাজবো সেদিন পুরাতন সাজে
শুধু রবে না সিঁদুর সিঁথির মাঝে।
মুক্ত করিয়া সকল বন্ধন পাশ
আঁখিজলে যুঝিবো না সর্বনাশ
মনে উঠে যদি সুখ স্মৃতির কোন অবকাশে,
ভালবাসা ছড়িয়ে দিব ঐ নীল আকাশে!
কথা দিয়েছিলেম ---
বাঁধবো না তোমায় কোন প্রেমহীন বন্ধনে।
এ প্রতিশ্রুতি পুত-পবিত্র প্রেমের।
-
বহুক্রোশ দূরে,বহুপথ ঘুরে
মরিচীকার পিছে ছুটে
চকিতে ভ্রম যদি যায় টুটে
ফিরে যেও, ঝিলিম নদীর ঘাটে
ছোট্ট সেই শান্তির বাটে।
একাকী নীরবে নিভৃতে
যদি আমায় পড়ে মনে
চেয়ে দেখ আকাশপানে
রয়েছি বিহঙ্গের অবাধ বিচরণে
প্রেম মুক্তির বন্ধনে।
কথা দিয়েছিলেম--
বাঁধবো না তোমায় কোন প্রেমহীন বন্ধনে
এ প্রতিশ্রুতি পুত-পবিত্র প্রেমের।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৭০২ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২১/০৭/২০১৮

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • জহির রহমান ২২/০৭/২০১৮
    তারুণ্যে স্বাগতম কবি!
    লিখুন প্রাণ খুলে।
    শুভ প্রত্যাশা...
  • জহির রহমান ২২/০৭/২০১৮
    ”একাকী নীরবে নিভৃতে
    যদি আমায় পড়ে মনে
    চেয়ে দেখ আকাশপানে
    রয়েছি বিহঙ্গের অবাধ বিচরণে...”
    কথা গুলো পছন্দ হয়েছে।
    শুভেচ্ছা অবিরত...
 
Quantcast