নীল ডায়েরী -১
জীবনে আর কি করতে পারব জানি না ।তবে সারা দেশ আর পারলে বিদেশ ঘুরে বেড়াবো ।দেশের আনাচে কানাচে রেখে আসবো আমার পদচিন্হ ।ঘুরাঘুরিটা আমার নেশা ।আমার রক্তে মেশানো ।অদেখা কে দেখার ,অজানাকে জানার এক তীব্র আখাঙ্কা আমায় সবসময় তাড়া করে বেড়ায় ।বিশেষ করে তিনটি জিনিস আমায় টানে ।যথা -পাহাড় ,জঙ্গল সমুদ্র ।প্রতিনিয়ত আমায় হাতছানি দেয় ।একদিন হয়তো ঠিক সাড়া দিব ।কিন্তু তার আগে একটা চাকরি জোটাতে হবে ।সময় আর সুযোগ তৈরি করা মাত্রই বেড়িয়ে পড়বো অজানার উদ্দেশ্যে ।আমি জানি আমার আশা মিথ্যে হবেনা ।আমি পারবো ।ঠিক পারবো ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ইঞ্জিনিয়ার সজীব ইমাম ১০/১০/২০১৪আমার পরিচিত হতে ভালো লাগে. সুন্দর আপনার নেশা। বি সাকসেস.........
-
সোমদত্তা মৈত্র ২৮/০৯/২০১৪এটাই সেরা উদ্দ্যেশ্য।নতুন মানুষের সাথে দেখা,তাদের বিষয়ে জানা মন ভালো করে দেয়।
-
একনিষ্ঠ অনুগত ২৩/০৯/২০১৪পারতে যে হবেই...
-
মঞ্জুর হোসেন মৃদুল ২২/০৯/২০১৪ভাল লাগল।