এলিয়েন কাহিনী
মহাবিশ্বে মানুষ কী একা ?নাকি বহির্বিশ্বের অন্য কোথাও ছড়িয়ে আছে আমাদেরই মতো কিংবা আমাদের চেয়েও উন্নত কোন সভ্যতা ।এই পৃথিবীর মতোই কোনো প্যারালাল ইনিভার্স বা বিকল্প পৃথিবীতেও কি আছে প্রাণের অস্তিত্ব ?আন্তঃনাক্ষত্রিক সভ্যতার মিলন মেলায় আমরা কি কখনও মুখোমুখি হব গ্রহান্তরের আগন্তক এলিয়েনদের ?সৃষ্টির আদি থেকে এ নিয়ে মানুষের মনে ঔৎসুক্যের শেষ নেই ।উড়ন্ত সসারে করে অন্য গ্রহ থেকে মানবাকৃতির প্রাণীর আগমনের ঘটনা শোনেনি এমন লোকের সংখ্যা নেই বললেই চলে ।কিন্তু আসলেই কি এলিয়েনের কোনো অস্তিত্ব আছে ?এ সম্পর্কে বৈঞ্জানিয় ভিত্তি এখনও তৈরি হয়নি কিন্তু তাই বলে এলিয়েনের ধারণাটা অমূলক মানছে না কেউই ।গ্রহান্তরের সেই রহস্যময় প্রাণীকে নিয়েই আমার এ ধারাবাহিক আয়োজন শুরু হবে আগামীকাল থেকে ।
সূত্র:- পত্রিকা,ব্লগ,ইন্টারেট ইত্যাদি ।
সূত্র:- পত্রিকা,ব্লগ,ইন্টারেট ইত্যাদি ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
কবি মোঃ ইকবাল ০৪/০৬/২০১৪জানতে পেরে ভালো লাগলো।