চাঁদের পাহাড়
চাঁদের পাহাড় বইটার অনেক প্রশংসা শুনেছিলাম ।কিন্তু পড়া হয়নি কখনো ।কয়েক সপ্তাহ আগে বইটা পড়েই ফেললাম ।পড়ার পর থেকেই মনে হচ্ছে এ আমি কি পড়লাম !কেন আগে পড়িনি?কেন?কেন??কেন???এত সুন্দর আর টানটান উত্তেজনায় ভরপুর বই বাংলা সাহিত্যে খুব কমই আছে ।পড়ার সময় মনে হচ্ছিলো সব যেন আমার চোখের সামনে ঘটছে ।বইটা এতো এতো এতো সুন্দর যে কোনো প্রশংসাই বইটার জন্যে যথেষ্ট নয় ।লেখককে সামনে পেলে একটা স্যালুট করে জিঞ্জেস করতাম কেমনে পার ম্যান?
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
কবি মোঃ ইকবাল ০৬/০৫/২০১৪লেখকের নামটা উল্লেখ করলে ভালো হতো।